কোচবিহার, 12 জানুয়ারি: গাছ আলু (মেটে আলু) খেয়ে মৃত্যু এক জনের। অসুস্থ অন্তত 20। রবিবার বিকেলে কোচবিহারের শীতলকুচির নগর শোভাগঞ্জ এলাকার ঘটনা। মৃতের নাম পূর্ণিমা বর্মন। অসুস্থদের মাথাভাঙা মহকুমা হাসপাতাল থেকে কোচবিহার এমজেএন মেডিক্যাল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন।
জানা গিয়েছে, এদিন সকালে আকরারহাট বাজারে গাছ আলু বিক্রির জন্য আনা হয়েছিল। সেখান থেকে আলু কিনে রান্না করে খায় পূর্ণিমা বর্মনের পরিবার। তাঁদের বাড়ির সবাই অসুস্থ হয়ে পড়েন। এরপর তাঁদের প্রতিবেশীরাও ওই আলু খেলে অসুস্থ হয়ে পড়েন । তবে যাঁরা অসুস্থ হয়ে পড়েছেন তাঁরা সবাই একই দোকান থেকে ওই গাছ আলু কিনেছিলেন, না অন্য জায়গা থেকে তা এখনও জানা যায়নি।
কোচবিহার এমজেএন মেডিক্য়াল কলেজ ও হাসপাতালে চিকিৎসাধীন গুণমনি বর্মন বলেন, "বাজার থেকে আনা গাছ আলু খাওয়ার পর সকলের বমি শুরু হয় ৷ অসুস্থ হয়ে পড়ি ৷ হাসপাতালে নিয়ে আসার পর এখন খানিকটা ভালো আছি।
নগর শোভাগঞ্জের বাসিন্দা উপেন বর্মন বলেন, "বাজার থেকে গাছ আলু কিনে আনা হয়েছিল ৷ সেই আলু রান্না করে খাওয়ার পর একের পর এক সকলেই অসুস্থ হয়ে পড়ে।" অসুস্থদের হাসপাতালে নিয়ে যাওয়া হলে পূর্ণিমা বর্মনকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। বাকিদের অবস্থার অবনতি হলে কোচবিহারে স্থানান্তরিত করা হয়। তবে পুরো ঘটনা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এ বিষয়ে কোচবিহার জেলা প্রশাসনের এক আধিকারিক জানান, পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। পুলিশকেও বলা হচ্ছে তদন্ত করে দেখতে।
উল্লেখ্য, গাছ আলুর বিভিন্ন নাম রয়েছে ৷ এটি এলাকা ভেদে মাছ আলু, মোম আলু, মেটে আলু, পেস্তা আলু, চুপরি আলু, গজ আলু, বাতাসী আলু ও প্যাচরা আলু নামেও পরিচিত। এই আলু রান্না ও সেদ্ধ করার পাশাপাশি আগুনে পুড়িয়েও খাওয়া হয় ৷