মেদিনীপুর, 12 জানুয়ারি: প্রসূতি মৃত্যু ও অসুস্থ হওয়ার ঘটনা নিয়ে উত্তাল মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল । এই অবস্থায় রবিবার হাসপাতাল পরিদর্শন করলেন সাংসদ জুন মালিয়া । যদি বিষয়টি নিয়ে তিনি বেশি কিছু মন্তব্য করতে চাননি ৷ শুধু জানিয়েছেন, বিষয়টি মুখ্যমন্ত্রী দেখছেন ৷
মেদিনীপুর হাসপাতালের এই ঘটনার পুঙ্খানুপুঙ্খ তদন্ত করতে 13 জনের একটি রাজ্য স্বাস্থ্য কমিটি দল পাঠিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । যারা গত শনিবার হাসপাতালে এসে পুরো বিষয়টা খতিয়ে দেখে সেই সঙ্গে নমুনা সংগ্রহ করে নিয়ে গিয়েছেন । রবিবার অসুস্থ প্রসূতিদের খোঁজ খবর নিয়ে তিনি বলেন,"অসুস্থ প্রসূতিদের চিকিৎসা চলছে । তবে এই ঘটনা যাতে আর না ঘটে তার জন্য আমাদেরকে সবাইকে সতর্ক হতে হবে । মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার টিম পাঠিয়েছিলেন । সেই টিমের রিপোর্ট দেখে তিনি কড়া অ্যাকশন নেবেন ৷ তা দু-একদিনের মধ্যেই সাংবাদিকদের প্রেসমিটের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে ।"
তিনি এদিন আরও বলেন, "আমার মনে হয় সাধারণ মানুষ আস্থা হারাবেন না সরকারি চিকিৎসার উপর । একটা ঘটনা ঘটে গেলে তাকে তো কোনওভাবেই বদলানো যায় না । এটা আমরা কোনওভাবেই বদল করতে পারব না । তবে এরকম ঘটনা আগামী দিনে যাতে না ঘটে তার জন্য আমি দিদিকে অনুরোধ করব সেই ধরনের ব্যবস্থা গড়ে তুলতে ।"
বিরোধীদের বক্তব্য নিয়ে তিনি বলেন,"এই সময় সকলের মধ্যে কিন্তু আমার বার্তা থাকবে লেটস মুভ ফরওয়ার্ড । যাতে সিস্টেমটা আরও বেটার হতে পারে । দিদির কাছে সব রিপোর্টটাই যাবে । আমি যেহেতু পাবলিক রিপ্রেজেন্টেটিভ তাই ওনাকে লিখিতভাবে বিষয়টা দেব । আমার পর্যবেক্ষণে কী কী আছে এবং আরও ভালো কীভাবে হতে পারে ।"