চণ্ডীগড়, 8 অগস্ট: পদক জিতলে যে আড়ম্বর নিয়ে সম্মান জানানো হত, এক্ষেত্রেও তেমনই বীরের সংবর্ধনা দেওয়া ভিনেশ ফোগতকে ৷ বৃহস্পতিবার এমনটাই ঘোষণা করলেন হরিয়ানার মুখ্যমন্ত্রী নায়েব সিং সাইনি ৷ একজন রুপোজয়ী অ্যাথলিটকে সরকার যে সকল পুরস্কারে পুরস্কৃত করে থাকে, ভিনেশের ক্ষেত্রেও ঠিক তাই হবে বলে জানান সে রাজ্যের মুখ্যমন্ত্রী ৷
বৃহস্পতিবার সকালে এক টুইটে নায়েব সাইনি লেখেন, "হরিয়ানার সাহসী কন্যা ভিনেশ ফোগত দারুণ পারফর্ম করে অলিম্পিক্স ফাইনালে পৌঁছেছিল ৷ কোনও কারণবশত তাঁর ফাইনালে খেলা হয়নি বটে কিন্তু ও আমাদের সকলের কাছে চ্যাম্পিয়ন ৷" মুখ্যমন্ত্রী টুইটে যোগ করেন, "আমাদের সরকার সিদ্ধান্ত নিয়েছে যে একজন পদকজয়ীর মতই সম্মান জানানো হবে তাঁকে ৷ যে সকল সম্মান, পুরস্কার এবং সুবিধার ব্যবস্থা হরিয়ানা সরকারের তরফে একজন পদকজয়ীকে দেওয়া হয়, ভিনেশের ক্ষেত্রেও তাই করা হবে ৷"