কলকাতা, 25 জানুয়ারি:যত কাণ্ড কল্যাণীতে। রঞ্জি ট্রফিতে নকআউটের আশা বাঁচিয়ে রাখতে হরিয়ানার বিরুদ্ধে জয় জরুরি ছিল। কঠিন পরিস্থিতিতে মরিয়া লড়াইয়ের যে প্রত্যাশা বাংলা দলের থেকে আশা করা হয়েছিল তার ছিটেফোঁটাও পাওয়া গেল না। জয়ের জন্য 369 রান তাড়া করতে নেমে তৃতীয়দিন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল বাংলার দ্বিতীয় ইনিংস। সেইসঙ্গে কার্যত শেষ হল নকআউটে যাওয়ার আশা ৷
গত তিনদিনে বাংলা বনাম হরিয়ানার রঞ্জি ম্যাচে কী হয়নি। প্রথম দিন কুয়াশা বিঘ্নি ঘটানোয় অনেকটা দেরিতে শুরু হয় ম্যাচ। সূরজ সিন্ধু জয়সওয়ালের ছয় উইকেটে প্রতিপক্ষ হরিয়ানাকে প্রথম ইনিংসে 157 রানে অলআউট করে বাংলা ৷ প্রত্যুত্তরে বাংলা গুটিয়ে যায় 125 রানে। 32 রানের লিড নিয়ে ম্য়াচের তৃতীয়দিন দ্বিতীয় ইনিংসে হরিয়ানা শেষ 336 রানে। অর্থাৎ, জয়ের জন্য বাংলার সামনে ছিল 369 রানের টার্গেট। প্রথম ইনিংসে ছয় উইকেট নেওয়ার পরে দ্বিতীয় ইনিংসে সূরজের ঝুলিতে আরও পাঁচ।
দেড়দিন হাতে নিয়ে 369 রান তাড়া করতে নেমে ফের ব্যাটিং বিপর্যয় অনুষ্টুপ অ্যান্ড কোম্পানির। প্রথম ইনিংসে 29 রানের পরে দ্বিতীয় ইনিংসে 21 রান এল অঙ্কিত চট্টোপাধ্যায়ের ব্য়াটে। বছর পনেরোর কিশোর বাংলার ব্যাটিং বিপর্যয়ের মধ্যে আশার আলো। আরেক ওপেনার ঋত্বিক চট্টোপাধ্যায় প্রথম ইনিংসে এক রানের পর দ্বিতীয় ইনিংস ফিরলেন তিন রানে।