ETV Bharat / state

কলকাতা ও শহরতলিতে বাজেয়াপ্ত বিপুল সোনা, বিদেশিদের ঠকিয়ে কয়েক কোটি আত্মসাৎ! - ED SEIZES GOLD

বিদেশি নাগরিকদের ঠকিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ ৷ কলকাতা-সহ শহরতলিতে তল্লাশি চালিয়ে কোটি টাকার সোনা বাজেয়াপ্ত করল ইডি ৷

ETV BHARAT
কলকাতা-সহ শহরতলিতে বাজেয়াপ্ত কোটি টাকার সোনা (ফাইল চিত্র)
author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 27, 2025, 3:34 PM IST

কলকাতা, 27 জানুয়ারি: কলকাতা, হাওড়া এবং নিউটাউনে ফ্ল্যাট ভাড়া করে বিদেশি নাগরিকদের নম্বর হাতিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ । বিভিন্ন রকমের পরিষেবা প্রদানের নামে সেই টাকা হাতিয়ে 25 থেকে 30 কোটি টাকার সোনা কেনার অভিযোগ সংস্থার ডিরেক্টরদের বিরুদ্ধে । এবার সেই বিপুল পরিমাণ সোনা বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । এখনও পর্যন্ত যা খবর, বাজেয়াপ্ত হওয়া সোনার বাজারদর প্রায় এক কোটি আশি লক্ষ টাকা ।

ইডি সূত্রের খবর, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া-সহ বিভিন্ন দেশের নাগরিকদের অভিবাসনের সুবিধে, সফটওয়্যার আপডেট-সহ একাধিক পরিষেবা পাইয়ে দেওয়ার ভুয়ো আশ্বাস দিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল বলে অভিযোগ । আদালতের নির্দেশে এই ঘটনার তদন্তে নামে ইডি । জানা যায়, গোটা ঘটনার পরিচালিত হচ্ছে কলকাতা থেকে । সামনে রাখা হয়েছে কল সেন্টারকে । তদন্তকারীরা এও জানতে পেরেছেন, ক্রিপ্টোকারেন্সিতে 25 থেকে 30 কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে । তাও আবার একাধিক বিদেশি অ্যাকাউন্টে । বাকি টাকা উদ্ধারের জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা ।

ETV BHARAT
কোটি টাকার সোনা বাজেয়াপ্ত করল ইডি (ফাইল চিত্র)

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর, জালিয়াতির টাকায় কেনা কোটি কোটি মূল্যের সোনা একাধিক কল সেন্টারের ডিরেক্টরদের বাড়িতে লুকিয়ে রাখা রয়েছে । সেই সমস্ত ডিরেক্টরদের বাড়িতেও গত সপ্তাহ জুড়ে তল্লাশি অভিযান চালিয়েছে ইডি । এই জায়গাগুলির মধ্যে অন্যতম হল কলকাতার বালিগঞ্জ, নিউটাউন, বাগুইআটি ও হাওড়া । এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা তদন্তে নেমে জানতে পেরেছেন, এইসব সংস্থার ডিরেক্টর বা মালিকরা হাওড়া, বাগুইআটি, বালিগঞ্জ, নিউটাউন শহরে একাধিক ঝাঁ চকচকে অফিস কিনে সেখানে বেশ কয়েকজন যুবক যুবতীকে কাজে বসিয়ে একটি কল সেন্টারের আকার দেয় ।

পরে একাধিক বিদেশি নাগরিকদের নম্বর জোগাড় করে একটি নামী বেসরকারি টেলিকম সংস্থার নাম ভাঁড়িয়ে তাঁদের সামনে নিজেদের সফটওয়্যার আপডেট-সহ একাধিক সুযোগ-সুবিধা প্রদানকারী সংস্থা হিসেবে তুলে ধরে ৷ তাঁদের ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় গোপন তথ্য হাতিয়ে টাকা তোলা হয় বলে অভিযোগ । তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা এই ঘটনার তদন্তে নেমে জানতে পেরেছেন যে, শুধুমাত্র বিদেশি নাগরিকদের ঠকানোই নয়, বরং দেশের বেশ কয়েকজনকেও এই সাইবার জালিয়াতির স্বীকার করা হয়েছে ।

ইডি সূত্রের খবর, এখনও পর্যন্ত বালিগঞ্জ এবং হাওড়া থেকে শুধুমাত্র এক কোটি আশি লক্ষ টাকার সোনা বাজেয়াপ্ত হয়েছে । বাকি আরও বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে । সূত্রের খবর, উদ্ধার হওয়া সোনার পরিমাণ বাড়তেও পারে ।

কলকাতা, 27 জানুয়ারি: কলকাতা, হাওড়া এবং নিউটাউনে ফ্ল্যাট ভাড়া করে বিদেশি নাগরিকদের নম্বর হাতিয়ে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ । বিভিন্ন রকমের পরিষেবা প্রদানের নামে সেই টাকা হাতিয়ে 25 থেকে 30 কোটি টাকার সোনা কেনার অভিযোগ সংস্থার ডিরেক্টরদের বিরুদ্ধে । এবার সেই বিপুল পরিমাণ সোনা বাজেয়াপ্ত করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট । এখনও পর্যন্ত যা খবর, বাজেয়াপ্ত হওয়া সোনার বাজারদর প্রায় এক কোটি আশি লক্ষ টাকা ।

ইডি সূত্রের খবর, আমেরিকা, কানাডা, অস্ট্রেলিয়া-সহ বিভিন্ন দেশের নাগরিকদের অভিবাসনের সুবিধে, সফটওয়্যার আপডেট-সহ একাধিক পরিষেবা পাইয়ে দেওয়ার ভুয়ো আশ্বাস দিয়ে তাঁদের সঙ্গে প্রতারণা করা হচ্ছিল বলে অভিযোগ । আদালতের নির্দেশে এই ঘটনার তদন্তে নামে ইডি । জানা যায়, গোটা ঘটনার পরিচালিত হচ্ছে কলকাতা থেকে । সামনে রাখা হয়েছে কল সেন্টারকে । তদন্তকারীরা এও জানতে পেরেছেন, ক্রিপ্টোকারেন্সিতে 25 থেকে 30 কোটি টাকা বিদেশে পাচার করা হয়েছে । তাও আবার একাধিক বিদেশি অ্যাকাউন্টে । বাকি টাকা উদ্ধারের জন্য মরিয়া চেষ্টা চালাচ্ছেন তদন্তকারীরা ।

ETV BHARAT
কোটি টাকার সোনা বাজেয়াপ্ত করল ইডি (ফাইল চিত্র)

এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রের খবর, জালিয়াতির টাকায় কেনা কোটি কোটি মূল্যের সোনা একাধিক কল সেন্টারের ডিরেক্টরদের বাড়িতে লুকিয়ে রাখা রয়েছে । সেই সমস্ত ডিরেক্টরদের বাড়িতেও গত সপ্তাহ জুড়ে তল্লাশি অভিযান চালিয়েছে ইডি । এই জায়গাগুলির মধ্যে অন্যতম হল কলকাতার বালিগঞ্জ, নিউটাউন, বাগুইআটি ও হাওড়া । এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের গোয়েন্দারা তদন্তে নেমে জানতে পেরেছেন, এইসব সংস্থার ডিরেক্টর বা মালিকরা হাওড়া, বাগুইআটি, বালিগঞ্জ, নিউটাউন শহরে একাধিক ঝাঁ চকচকে অফিস কিনে সেখানে বেশ কয়েকজন যুবক যুবতীকে কাজে বসিয়ে একটি কল সেন্টারের আকার দেয় ।

পরে একাধিক বিদেশি নাগরিকদের নম্বর জোগাড় করে একটি নামী বেসরকারি টেলিকম সংস্থার নাম ভাঁড়িয়ে তাঁদের সামনে নিজেদের সফটওয়্যার আপডেট-সহ একাধিক সুযোগ-সুবিধা প্রদানকারী সংস্থা হিসেবে তুলে ধরে ৷ তাঁদের ব্যাংক অ্যাকাউন্টের যাবতীয় গোপন তথ্য হাতিয়ে টাকা তোলা হয় বলে অভিযোগ । তবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার গোয়েন্দারা এই ঘটনার তদন্তে নেমে জানতে পেরেছেন যে, শুধুমাত্র বিদেশি নাগরিকদের ঠকানোই নয়, বরং দেশের বেশ কয়েকজনকেও এই সাইবার জালিয়াতির স্বীকার করা হয়েছে ।

ইডি সূত্রের খবর, এখনও পর্যন্ত বালিগঞ্জ এবং হাওড়া থেকে শুধুমাত্র এক কোটি আশি লক্ষ টাকার সোনা বাজেয়াপ্ত হয়েছে । বাকি আরও বিভিন্ন জায়গায় তল্লাশি অভিযান চালানো হচ্ছে । সূত্রের খবর, উদ্ধার হওয়া সোনার পরিমাণ বাড়তেও পারে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.