মুম্বই, 31 অক্টোবর: অসমের বিরুদ্ধে রঞ্জি ম্যাচে দুরন্ত পারফরম্য়ান্স ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে মুম্বই টেস্টের দলে নেওয়া হয়েছে কেকেআর ক্রিকেটার হর্ষিত রানাকে ৷ এবার খবর, তৃতীয় টেস্টেই তাঁর অভিষেক হতে পারে ৷ চুনকাম হওয়ার লজ্জা এড়াতে জসপ্রীত বুমরার বদলে তাঁকে জুড়ে দিতে পারেন গৌতম গম্ভীর ৷
শোচনীয় হারের পর রোহিত শর্মা বলেছিলেন, 12 বছর পর হোম সিরিজে পরাজয় ড্রেসিংরুমের আবহাওয়া বদলে দিয়েছে ৷ ফলে যেকোনও উপায়ে মুম্বই টেস্ট জিতে ব্যবধান কমাতে তৎপর ‘রোহিত অ্যান্ড কোং’ ৷ শুধু লজ্জা এড়ানোই নয়, জিতলে ডব্লিউটিসি ফাইনাল খেলার দিকেও খানিক এগোবে ভারত ৷ ফলে ওয়াংখেড়ের পিচে হর্ষিত রানাকে নামিয়ে বড় বাজি খেলতে পারেন রোহিতরা ৷
নয়াদিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে রঞ্জি ম্যাচের প্রথম ইনিংসে অসমের পাঁচ উইকেট-সহ ম্যাচে সাত উইকেট নেন গত মরশুমে কেকেআরের জার্সিতে সাড়া জাগানো ক্রিকেটার ৷ দিল্লির হয়ে প্রথম ইনিংসে ব্য়াট হাতে গুরুত্বপূর্ণ অর্ধশতরানও করেন তিনি ৷ এই ম্যাচে 10 উইকেটে জয় তুলে নিয়েছে দিল্লি ৷ তারপরেই তাঁকে ডেকে নেয় বিসিসিআই ৷