মিউনিখ, 15 জুন:ঘরের মাঠের প্রবল জনসমর্থনের কারণে 2024 ইউরোতে জার্মানি যে পরিষ্কার ফেভারিট, সে বিষয়ে সন্দেহ নেই ৷ তবে যে কোনও প্রতিযোগিতার প্রথম ম্য়াচে সবসময় গুরুত্বপূর্ণ প্রত্যেকটি দলের কাছে ৷ আর সেখানেই ইউরোর প্রথম ম্যাচে ফাইভ-স্টার পারফরম্য়ান্সে উজ্জ্বল জার্মানি ৷ স্কটল্য়ান্ডকে 5-1 গোলে হারিয়ে ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের উদ্বোধনী ম্য়াচে বিরাট জয় পেল জুলিয়ান নাগেলসম্যানের ছেলেরা ৷
তিনবারের চ্যাম্পিয়নদের হয়ে এদিন স্কোরশিটে নাম তুললেন ফ্লোরিয়ান উইর্ৎজ, জামাল মুসিয়ালা, কাই হ্যাভার্ৎজ, নিকলাস ফুলকুর্গ এবং এমরে ক্যান ৷ আলিয়াঞ্জ এরিনায় স্কটিশদের বিরুদ্ধে এদিন 10 মিনিটের মাথায় ডেডলক ভাঙে জার্মানরা ৷ জোসুয়া কিমিচের সাজিয়ে দেওয়া চলতি বলে উইর্ৎজের ভলি জড়িয়ে যায় প্রতিপক্ষের জালে ৷ এই গোলের সঙ্গে নজিরও গড়ে ফেলেন বায়ার লেভারকুসেন তারকা ৷ জার্মানির কনিষ্ঠ ফুটবলার হিসেবে (21 বছর 42 দিন) ইউরো কাপে গোলের রেকর্ড গড়লেন উইর্ৎজ ৷
এরপর 19 মিনিটে হ্যাভার্ৎজের পাস থেকে 2-0 করেন জামাল মুসিয়ালা ৷ 44 মিনিটে বক্সের মধ্যে জার্মান অধিনায়ক ইকে গুন্দোয়ানকে বিশ্রী ফাউল করে লাল কার্ড দেখেন স্কটল্যান্ডের রিয়াল পোর্টিউস ৷ পেনাল্টি পায় জার্মানি ৷ স্পটকিক থেকে হ্যাভার্ৎজ ব্যবধান 3-0 করতেই ম্যাচ কার্যত পকেটে পুরে নেয় জার্মানি ৷ ধারেভারে অনেকটাই এগিয়ে থাকা জার্মানির বিরুদ্ধে কোনওদিক থেকেই পেরে উঠছিল না স্কটিশরা ৷ তার উপর দশজনে হয়ে যাওয়ায় দ্বিতীয়ার্ধেও বদলায়নি ছবিটা ৷
63 মিনিটে হ্যাভার্ৎজকে তুলে ফুলকুর্গকে নামান জার্মান কোচ ৷ 68 মিনিটে গোল লক্ষ্য করে প্রথম শটেই ব্যবধান 4-0 করেন ডর্টমুন্ড স্ট্রাইকার ৷ 87 মিনিটে আন্তোনিও রুডিগারের আত্মঘাতী গোলে স্কটল্যান্ড ব্যবধান কমালেও সংযুক্তি সময়ে জার্মানির পাঁচ গোলের বৃত্ত সম্পূর্ণ করেন ক্যান ৷ শনিবার গ্রুপ 'এ'-র দ্বিতীয় ম্যাচে হাঙ্গেরি মুখোমুখি হবে সুইজারল্যান্ডের ৷ 19 জুন হাঙ্গেরির বিরুদ্ধেই গ্রুপের দ্বিতীয় ম্যাচ খেলবেন ক্রুজ-মুলাররা ৷