নয়াদিল্লি, 2 সেপ্টেম্বর: রাহুল দ্রাবিড় পরবর্তী ভারতীয় দলের হেড কোচ হিসেবে গৌতম গম্ভীরকে গুরুদায়িত্ব দিয়েছে বিসিসিআই ৷ ক্রিকেটার হিসেবে জোড়া বিশ্বজয়ী দলের সদস্য হওয়ার সঙ্গে সঙ্গে ব্য়াটার হিসেবে দিল্লি ক্রিকেটারের কেরিয়ারও যথেষ্ট ঈর্ষনীয় ৷ তবে অবসরের পর বরাবর বিতর্কের কেন্দ্রবিন্দুতে থেকেছেন 'গৌতি' ৷ তা সে বিরোট কোহলির সঙ্গে প্রকাশ্যে বিবাদে জড়ানোই হোক কিংবা এমএস ধোনিকে নিয়ে বিতর্কিত মন্তব্য করে ৷ সেই গৌতম গম্ভীর এবার বেছে নিলেন ভারতীয় ক্রিকেটের সর্বকালের সেরা একাদশ ৷
ওপেনার হিসেবে সেহওয়াগের সঙ্গে রাখলেন নিজেকে: দেশের সর্বকালের অন্যতম সফল অধিনায়ক এবং সীমিত ওভারে দেশের অন্যতম সফল ওপেনার সৌরভ গঙ্গোপাধ্যায়কে একাদশে রাখলেন না গম্ভীর ৷ পরিবর্তে ওপেনার হিসেবে বীরেন্দ্র সেহওয়াগের সঙ্গে নিজেকে বাছলেন ভারতীয় কোচ ৷ জনপ্রিয় স্পোর্টস ওয়েবসাইট স্পোর্টসকীড়া'কে তাঁর সেরা একাদশ খোলসা করেছেন গম্ভীর ৷
গম্ভীরের একাদশে জায়গা পেলেন কোহলি-ধোনি: আইপিএলের মাঠে বিরাট কোহলির সঙ্গে গম্ভীরের প্রকাশ্যে ঝামেলায় জড়ানো ভারতীয় ক্রিকেটে আলোড়ন ফেলেছিল ৷ 2011 বিশ্বকাপ ফাইনালে মহেন্দ্র ধোনির আইকনিক ছক্কাকেও একসময় কটাক্ষ করেছিলেন গম্ভীর ৷ খানিকটা আক্ষেপের সুরেই জানিয়েছিলেন, ধোনিকে মনে রাখলেও তাঁর অবদান মনে রাখেনি ভারতীয় ক্রিকেট ৷ সে যাইহোক, গম্ভীরের সর্বকালের সেরা একাদশে জায়গা করে নিলেন দু'জনেই ৷