মুম্বই, 5 নভেম্বর: এক যুগ পর ঘরের মাঠে সিরিজ হার ৷ চব্বিশ বছর পর দেশের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিপর্যয় জাতীয় দলে কোচিংয়ের শুরুতেই গৌতম গম্ভীরকে বড়সড় চ্যালেঞ্জের সম্মুখীন করেছে ৷ যা থেকে সহজে নিস্তার পাচ্ছেন না তিনি ৷ নিউজিল্যান্ড সিরিজের পারফরম্য়ান্স পর্যালোচনায় বোর্ডের কড়া প্রশ্নের মুখে পড়তে চলেছেন প্রাক্তন ক্রিকেটার ৷
'টাইমস অফ ইন্ডিয়া'র রিপোর্ট অনুযায়ী, পুরনো নীতি ফিরিয়ে গম্ভীরের পছন্দমত ঘরের মাঠে কিউয়িদের বিরুদ্ধে টার্নার পিচ তৈরি করা হয়েছিল ৷ কিন্তু তাতেও ভরাডুবি ৷ অথচ দ্রাবিড় জমানায় ঘরের মাঠে শেষ টেস্ট সিরিজে (ইংল্য়ান্ডের বিরুদ্ধে) স্পোর্টিং উইকেট বানিয়ে চরম সাফল্য পেয়েছিল ভারতীয় দল ৷ কেন পছন্দসই পিচ বানিয়েও এই ভরাডুবি? গম্ভীর ও তাঁর সহকারিদের প্রশ্ন করবে বোর্ড ৷ সূত্রের বক্তব্য উদ্ধৃত করে টাইমস ইন্ডিয়ার রিপোর্টে বলা হয়েছে, "টার্নার পিচ ফিরিয়ে আনার সিদ্ধান্ত বোর্ডের বেশ কিছু আধিকারিককে বেশ অবাক করেছে ৷ গম্ভীরের সকল সাপোর্ট স্টাফদের কাছে জানতে চাওয়া হবে ভারতীয় দলকে নিয়ে তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা ৷"