পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

নীতি বদলে টার্নার পিচ! তবু হার, বোর্ডের কড়া প্রশ্নের মুখে গম্ভীর ও সহকারিরা - BCCI TO QUIZ GAMBHIR

বোর্ডের কড়া প্রশ্নমালার মুখে পড়তে চলেছেন গম্ভীর ৷ শীঘ্রই কোচ ও তাঁর সহকারিদের সঙ্গে কিউয়ি সিরিজের পর্যালোচনায় বসবে বিসিসিআই ৷

BCCI TO QUIZ GAMBHIR
আগরকর ও কোহলির সঙ্গে আলোচনায় গম্ভীর (IANS Photo)

By ETV Bharat Sports Team

Published : Nov 5, 2024, 8:00 PM IST

মুম্বই, 5 নভেম্বর: এক যুগ পর ঘরের মাঠে সিরিজ হার ৷ চব্বিশ বছর পর দেশের মাটিতে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা ৷ নিউজিল্যান্ডের বিরুদ্ধে বিপর্যয় জাতীয় দলে কোচিংয়ের শুরুতেই গৌতম গম্ভীরকে বড়সড় চ্যালেঞ্জের সম্মুখীন করেছে ৷ যা থেকে সহজে নিস্তার পাচ্ছেন না তিনি ৷ নিউজিল্যান্ড সিরিজের পারফরম্য়ান্স পর্যালোচনায় বোর্ডের কড়া প্রশ্নের মুখে পড়তে চলেছেন প্রাক্তন ক্রিকেটার ৷

'টাইমস অফ ইন্ডিয়া'র রিপোর্ট অনুযায়ী, পুরনো নীতি ফিরিয়ে গম্ভীরের পছন্দমত ঘরের মাঠে কিউয়িদের বিরুদ্ধে টার্নার পিচ তৈরি করা হয়েছিল ৷ কিন্তু তাতেও ভরাডুবি ৷ অথচ দ্রাবিড় জমানায় ঘরের মাঠে শেষ টেস্ট সিরিজে (ইংল্য়ান্ডের বিরুদ্ধে) স্পোর্টিং উইকেট বানিয়ে চরম সাফল্য পেয়েছিল ভারতীয় দল ৷ কেন পছন্দসই পিচ বানিয়েও এই ভরাডুবি? গম্ভীর ও তাঁর সহকারিদের প্রশ্ন করবে বোর্ড ৷ সূত্রের বক্তব্য উদ্ধৃত করে টাইমস ইন্ডিয়ার রিপোর্টে বলা হয়েছে, "টার্নার পিচ ফিরিয়ে আনার সিদ্ধান্ত বোর্ডের বেশ কিছু আধিকারিককে বেশ অবাক করেছে ৷ গম্ভীরের সকল সাপোর্ট স্টাফদের কাছে জানতে চাওয়া হবে ভারতীয় দলকে নিয়ে তাঁদের ভবিষ্যৎ পরিকল্পনার কথা ৷"

এযাবৎ গম্ভীরের চাহিদামত সবকিছুই তাঁকে তুলে দিয়েছে বোর্ড ৷ সহকারি হিসেবে মর্নে মর্কেল, অভিষেক নায়ার, রায়ান টেন দুশখাতের অন্তর্ভুক্তি তো আছেই ৷ গম্ভীরকে আসন্ন অস্ট্রেলিয়া সফরের জন্য দল নির্বাচনী বৈঠকেও যোগ দেওয়ার অনুমতি দেওয়া হয়েছিল ৷ যা বিতর্ক তৈরি করেছে নতুন করে ৷ সবমিলিয়ে অস্ট্রেলিয়া সিরিজের আগে নয়া কোচের স্বাধীনতা খর্ব হলেও অবাক হওয়ার কিছু থাকবে না ৷

মনে করা হচ্ছে বোর্ডের সেই পর্যালোচনা বৈঠকে অধিনায়ক রোহিত শর্মা, মুখ্য নির্বাচক অজিত আগরকরও উপস্থিত থাকতে পারেন ৷ সংবাদসংস্থা পিটিআই'য়ের তরফে অস্ট্রেলিয়া সিরিজের স্কোয়াড নির্বাচনী বৈঠকে গম্ভীরের উপস্থিতি নিয়ে বলতে গিয়ে জানিয়েছিল, সিরিজের গুরুত্ব অনুধাবন করেই কোচকে অনুমতি দিয়েছে বোর্ড ৷

ABOUT THE AUTHOR

...view details