হামবুর্গ, 6 জুলাই: ব্যর্থ শেষ ষোলোয় তিনটি পেনাল্টি সেভ করা দিয়েগো কোস্তা ৷ ফ্রান্সের কাছে টাইব্রেকারে হেরে ছিটকে গেল ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর পর্তুগাল ৷ নির্ধারিত 90 মিনিট পেরিয়ে অতিরিক্ত সময়ে গড়িয়েছিল খেলা ৷ তাতেও ফয়সালা না-হওয়ায় টাইব্রেকারে যায় ম্যাচ ৷ স্পটকিক মিস করেন জোয়াও ফেলিক্স ৷ 5-3 গোলে জিতে সেমি-ফাইনালে ফ্রান্স ৷
হারতে হলেও পুরো ম্যাচই নিয়ন্ত্রণ করল পর্তুগাল ৷ 60 শতাংশ বল পজেশন, 869টি পাস, 11টি কর্নারের পরও রোনাল্ডোরা হারলেন ভাগ্যের ফেরে ৷ দুরন্ত শটে টাইব্রেকার শুরু করেছিলেন দলের অবিসংবাদী নায়ক ৷ গোল করেছিলেন বার্নান্দো সিলভাও ৷ কিন্তু তিন নম্বরে নামা জোয়াও ফেলিক্সের স্পটকিক ফিরল বারে লেগে ৷ একটিও শট আটকাতে পারলেন না দিয়েগো কোস্তা ৷ জোড়া ব্যর্থতায় ছিটকে গেল 2016 ইউরোজয়ীরা ৷