কলকাতা, 20 জানুয়ারি: পঞ্চাশে পা দেওয়ার আগেই চলে গেলেন প্রাক্তন মোহনবাগান ফুটবলার ঋষি কাপুর ৷ সোমবারই প্রয়াত হয়েছেন প্রাক্তন এই লেফট-ব্যাক ফুটবলার ৷ বয়স হয়েছিল মাত্র 49 বছর ৷ জোস ব্য়ারেটো, মেহতাব হোসেন, বাসুদেব মণ্ডল, রেনেডি সিংদের নিয়ে গড়া সবুজ-মেরুনের তারকাখচিত দলের সদস্য ছিলেন ঋষি কাপুর ৷ মোহনবাগানের হয়ে জিতেছেন সর্বভারতীয় ট্রফিও ৷ স্বাভাবিকভাবেই ঋষি কাপুরের মৃত্যুতে শোকের ছায়া ময়দানে ৷
দীর্ঘ রোগভোগের পর নয়াদিল্লির ম্য়াক্স হাসপাতালে এদিন প্রয়াত হন মোহনবাগানের প্রাক্তনী ৷ কেবল মোহনবাগান নয়, কেরিয়ারে দিল্লি ইউনাইটেডের হয়েও খেলেছেন সুদর্শন এই ফুটবলার ৷ জাতীয় স্তরে প্রতিনিধিত্ব করেছেন দিল্লির হয়েও ৷ সুব্রত ভট্টাচার্যের প্রশিক্ষণে বাগানের জাতীয় ফুটবল লিগ জয়ী দলে ছিলেন ঋষি কাপুর ৷ তাঁর অকাল মৃত্যুতে মোহনবাগান ক্লাবের তরফে শোকপ্রকাশ করা হয়েছে সোশাল মিডিয়ায় ৷ প্রাক্তন সবুজ-মেরুন ফুটবলারের মৃত্যুতে শোকাহত ফেডারেশনের প্রাক্তন সচিব শাজি প্রভাকরণ ৷