লিমা, 5 নভেম্বর: স্থানীয় লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল জনপ্রিয় দুই ক্লাব ৷ 22 মিনিট খেলা হওয়ার পর বৃষ্টির দাপটে খেলা বন্ধ করে দেন রেফারি ৷ মাঠের বেশ কিছু জায়গায় জল জমে যাওয়ায় খেলা চালানো সম্ভব হয়নি ৷ ফলে মাঠ ছাড়ছিলেন খেলোয়াড়েরা ৷ ঠিক সময়েই বজ্রপাত হয় ৷ মাঠেই মারা যান এক ফুটবলার ৷
কী হয়েছে ?
স্থানীয় লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল পেরুর দুই ক্লাব, জুভেন্তুদ বেলাভিস্তা এবং ফ্যামিলিয়া চোক্কা ৷ সে দেশের হুয়ানকায়োতে চলছিল ম্যাচটি । লাইভ টিভি’তে ম্যাচের সম্প্রচার চলাকালীন ধরা পড়েছে গোটা দৃশ্য ৷ দেখা গিয়েছে বৃষ্টির মধ্যেই খেলা হচ্ছিল ৷ 2-0 গোলে এগিয়ে ছিল জুভেন্তুদ বেলাভিস্তা ৷ পরে বৃষ্টির দাপট বাড়লে মাঠের বিভিন্ন জায়গায় জল জমে যায় । ফলে বাধ্য হয়ে খেলোয়াড়দের সাজঘরে ফিরে যেতে বলেন রেফারি ।
মাঠ ছেড়ে উঠে যাচ্ছিলেন ফুটবলাররা । ঠিক সে সময়ই বজ্রপাত হয় মাঠের উপর । ভিডিয়োতে দেখা যাচ্ছে, হোসে হুগো দে লা ক্রুজ মেজার ওপর এসে বাজ পড়ে ৷ মাঠের মধ্যেই পড়ে যান তিনি ৷ তাঁর পাশেই ছিলেন হুয়ান চোক্কা লাকতা ৷ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি । আহত হয়েছেন আরও চার জন ।