পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

খেলার মাঠে বজ্রপাত, মৃত জনপ্রিয় ফুটবলার; ধরা পড়ল লাইভ টিভি’তে - FOOTBALLER KILLED BY LIGHTNING

স্থানীয় লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল দুই ক্লাব ৷ বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ায় উঠে যাচ্ছিলেন ফুটবলাররা । ঠিক সে সময়ই বজ্রপাত হয় মাঠের উপর ।

Footballer killed
খেলার মাঠে বজ্রপাত (X Post)

By ETV Bharat Sports Team

Published : Nov 5, 2024, 1:19 PM IST

লিমা, 5 নভেম্বর: স্থানীয় লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল জনপ্রিয় দুই ক্লাব ৷ 22 মিনিট খেলা হওয়ার পর বৃষ্টির দাপটে খেলা বন্ধ করে দেন রেফারি ৷ মাঠের বেশ কিছু জায়গায় জল জমে যাওয়ায় খেলা চালানো সম্ভব হয়নি ৷ ফলে মাঠ ছাড়ছিলেন খেলোয়াড়েরা ৷ ঠিক সময়েই বজ্রপাত হয় ৷ মাঠেই মারা যান এক ফুটবলার ৷

কী হয়েছে ?

স্থানীয় লিগের ম্যাচে মুখোমুখি হয়েছিল পেরুর দুই ক্লাব, জুভেন্তুদ বেলাভিস্তা এবং ফ্যামিলিয়া চোক্কা ৷ সে দেশের হুয়ানকায়োতে চলছিল ম্যাচটি । লাইভ টিভি’তে ম্যাচের সম্প্রচার চলাকালীন ধরা পড়েছে গোটা দৃশ্য ৷ দেখা গিয়েছে বৃষ্টির মধ্যেই খেলা হচ্ছিল ৷ 2-0 গোলে এগিয়ে ছিল জুভেন্তুদ বেলাভিস্তা ৷ পরে বৃষ্টির দাপট বাড়লে মাঠের বিভিন্ন জায়গায় জল জমে যায় । ফলে বাধ্য হয়ে খেলোয়াড়দের সাজঘরে ফিরে যেতে বলেন রেফারি ।

মাঠ ছেড়ে উঠে যাচ্ছিলেন ফুটবলাররা । ঠিক সে সময়ই বজ্রপাত হয় মাঠের উপর । ভিডিয়োতে দেখা যাচ্ছে, হোসে হুগো দে লা ক্রুজ মেজার ওপর এসে বাজ পড়ে ৷ মাঠের মধ্যেই পড়ে যান তিনি ৷ তাঁর পাশেই ছিলেন হুয়ান চোক্কা লাকতা ৷ মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তিনি । আহত হয়েছেন আরও চার জন ।

জুভেন্তুদ বেলাভিস্তার ডিফেন্ডার ছিলেন হোসে হুগো ৷ তাঁর পাশেই ছিলেন গোলরক্ষক হুয়ান চোক্কা লাকতা ৷ তাঁর শরীরের সিংহভাগ পুড়ে গিয়েছে ৷ পুলিশ আধিকারিক জানিয়েছেন, হুগো হাতে একটি ধাতব বালা পরেছিলেন । সম্ভবত সে কারণেই তাঁর মৃত্যু হয়েছে । ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে সেদেশে ।

মাঠে ছিল না অ্যাম্বুল্যান্স

জানা গিয়েছে মাঠে কোনও অ্যাম্বুল্যান্স ছিল না ৷ ফলে চোক্কাকে ট্যাক্সিতে করে হাসপাতালে নিয়ে যাওয়া হয় ৷ আরও তিন খেলোয়াড় ক্রিশ্চিয়ান সিজার, পিটুয়, কাহুয়ানা আহত হয়েছেন ৷ তাঁরাও হাসপাতালে চিকিৎসাধীন ৷

আরও পড়ুন

ABOUT THE AUTHOR

...view details