হায়দরাবাদ, 5 জানুয়ারি:অস্ট্রেলিয়ার মাটিতে বর্ডার-গাভাসকর ট্রফি দখলে রাখতে শুরুটা হয়েছিল সাড়া জাগিয়েই ৷ জসপ্রীত বুমরার নেতৃত্বে পারথ টেস্ট জিতে সিরিজে এগিয়ে গিয়েছিল ভারত ৷ কিন্তু পরবর্তীতে সিরিজ যত এগোল, একে একে প্রকট হল টিম ইন্ডিয়ার দৈন্যদশা ৷ ব্যাটারদের হতশ্রী পারফরম্যান্স, জসপ্রীত বুমরা ছাড়া বোলিং বিভাগে যথাযথ দায়িত্ব পালনের অভাব ৷ সবমিলিয়ে সিরিজজুড়ে ভুগল ভারতীয় দল ৷ যার পরিণতি 10 বছর বর্ডার-গাভাসকর ট্রফি হাতছাড়া ৷ সেইসঙ্গে প্রথমবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে পৌঁছতে ব্যর্থ টিম ইন্ডিয়া ৷
দল নির্বাচনে গলদ থেকে চূড়ান্ত ফ্লপ ব্যাটিং, ভারতের সিরিজ হারের পাঁচ কারণ - BORDER GAVASKAR TROPHY
ক্যাঙারুর দেশে বর্ডার-গাভাসকর ট্রফিতে ভারতের 1-3 ব্যবধানে হার ৷ প্রধান কারণ খোঁজার চেষ্টা করল ইটিভি ভারত ৷
সিরিজে নিশ্চুপ রইল কোহলির ব্যাট (AP Photo)
Published : Jan 5, 2025, 10:54 AM IST
ফাইনালের দৌড়ে টিকে থাকতে সিরিজের শেষ তথা সিডনি টেস্টে যে কোনও মূল্যে জয় প্রয়োজন ছিল ভারতের ৷ প্রথম ইনিংসে চার রানে লিড নিয়েও শেষ পর্য়ন্ত ছয় উইকেটে হারল ভারত ৷ একনজরে দেখে নেওয়া যাক টিম ইন্ডিয়ার সিরিজ হারের পাঁচ কারণ:
- চূড়ান্ত ব্যাটিং ব্যর্থতা:সিরিজজুড়ে ব্যাটারদের (বিশেষ করে টপ-অর্ডার) জঘন্য ব্য়াটিং ভারতের সিরিজ হারের অন্যতম এবং সবচেয়ে বড় কারণ ৷ বিরাট কোহলি এবং রোহিত শর্মা তো বটেই, অস্ট্রেলিয়ার পিচে চূড়ান্ত ফ্লপ টিম ইন্ডিয়ার পুরো ব্য়াটিং ইউনিট ৷ সিরিজে মাত্র তিনটি ক্ষেত্রে ভারত ইনিংসে দু'শো রানের গণ্ডি পার করেছে (পারথ 487/6, মেলবোর্ন 369 ও ব্রিসবেন 260) ৷ সিরিজের 10টি ইনিংসে ছ'জন ভারতীয় ব্যাটারের অবদান 200 রানেরও কম ৷
- দল নির্বাচনে গলদ: ব্যাটিং ব্যর্থতা যদি সবচেয়ে বড় কারণ হয় তাহলে দল নির্বাচনে ত্রুটিও ভারতের সিরিজ হারের গুরুত্বপূর্ণ কারণ ৷ সিরিজজুড়ে অস্ট্রেলিয়া যেখানে তৈরি একটা দল খেলিয়ে বাজিমাত করে গেল, সেখানে ভারত সিরিজজুড়ে চূড়ান্ত একাদশই সাজিয়ে উঠতে ব্যর্থ ৷ প্রথম তিন টেস্টে তিন ভিন্ন স্পিনারকে একাদশে রাখার পর শেষ দু'টি টেস্টে তিন পেসার ও দুই স্পিনারে একাদশ সাজায় ভারত ৷ মেলবোর্নে নীতিশ কুমার রেড্ডির শতরানকে খাটো না-করলেও প্রশ্ন ওঠে একাদশে তাঁকে রাখার যৌক্তিকতা নিয়ে ৷ পরিবর্তে একজন স্পেশালিস্ট ব্যাটার কিংবা বোলার কি রাখা যেত না? একইভাবে প্রশ্ন রয়ে যাচ্ছে ওয়াশিংটন সুন্দরের দলে থাকা নিয়েও ৷
- সঙ্গীর অভাবে ভুগলেন বুমরা: অজিভূমে গত দু'বারের বোলিং ইউনিটকে এবার নিঃসন্দেহে মিস করলেন দেশের ক্রিকেট অনুরাগীরা ৷ জসপ্রীত বুমরা স্বপ্নের ফর্মে ছিলেন বটে ৷ কিন্তু বাকিদের সঙ্গ পেলেন কোথায়? সিরিজে 32 উইকেট নিয়ে নজির গড়লেন গুজরাত পেসার ৷ কিন্তু বুমরাকে সরিয়ে নিলে ভারতীয় বোলিং বিভাগকে সাধারণ বললেও কম বলা হয় ৷
- পর্যাপ্ত রণকৌশলের অভাব: অজিদের তাঁদের ঘরের মাঠে হারানোর জন্য পর্যাপ্ত রণকৌশলের অভাব দেখা গেল সিরিজজুড়ে ৷ এটা স্পষ্ট যে, বর্ডার-গাভাসকর ট্রফির জন্য সঠিক হোমওয়ার্ক সারা ছিল না গৌতম গম্ভীর অ্যান্ড কোম্পানির ৷ সারা থাকলেও ব্যাটিং, বোলিং কিংবা ফিল্ডিংয়ে একবারের জন্যও তা পরিলক্ষিত হয়নি ৷ স্ট্র্যাটেজির অভাবের কারণে ভারতীয় দলের আগ্রাসী মনোভাবও ফুটে উঠল না সিরিজজুড়ে ৷
- স্কট বোল্য়ান্ড: জোস হ্য়াজলউডের চোট যেন শাপে বর হল অস্ট্রেলিয়ার জন্য ৷ পিঙ্ক বল টেস্টে পরিবর্ত হিসেবে খেলে নিয়েছিলেন পাঁচ উইকেট ৷ তাঁর শিকারের তালিকায় ছিলেন রোহিত শর্মা এবং বিরাট কোহলি ৷ তবে শেষ দু'টি টেস্টে বোল্যান্ডের প্রত্যাবর্তন ভারতের জন্য যেন সিলেবাসের বাইরের প্রশ্ন ৷ মেলবোর্নে দুই ইনিংসে ছয় এবং সিডনিতে দুই ইনিংসে 10 উইকেট নিয়ে ভারতীয় ব্যাটিং লাইন-আপকে ভাঙার প্রধান কাজটা সারলেন বোল্যান্ডই ৷
আরও পড়ুন:
|