হায়দরাবাদ, 13 ফেব্রুয়ারি: সম্প্রতি দলের ক্রিকেটার, কোচ এবং সাপোর্ট স্টাফদের জন্য দশ দফা বিধি জারি করেছে বোর্ড ৷ তার বেশ কয়েকটি লাগু হয়ে গিয়েছে ইতিমধ্যেই ৷ আর সেই নিয়মের জেরে এবার আসন্ন আইসিসি ইভেন্টে সন্তান-পরিবারেদের সঙ্গে পাচ্ছেন না ভারতীয় ক্রিকেটাররা ৷ আগামী 15 ফেব্রুয়ারি পরিবারকে ছাড়াই দুবাই উড়ে যাবেন ভারতীয় দলের ক্রিকেটাররা ৷
বোর্ডের নয়া ফতোয়া অনুযায়ী, 45 দিন বা বেশি সময়ের জন্য বিদেশ সফরে গেলে ক্রিকেটারদের স্ত্রী এবং সন্তানরা (18 বছরের কম) একবারই দলের সঙ্গে যেতে পারবেন ৷ এমনকী তাঁরা সর্বাধিক দু'সপ্তাহ ক্রিকেটারের সঙ্গে থাকতে পারবেন বিদেশে ৷ এই নির্দিষ্ট সময়কালের জন্য ক্রিকেটারদের পরিবারের সদস্যদের থাকা-খাওয়ার যাবতীয় খরচ বহন করবে বোর্ড ৷ বাকি খরচ সংশ্লিষ্ট ক্রিকেটারের নিজস্ব ৷ কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনাল (9 মার্চ) ধরলে সময়কালটা তিন সপ্তাহের সামান্য বেশি ৷ আর তাই ক্রিকেটার, কোচ কিংবা দলের সাপোর্ট স্টাফদের সঙ্গে পরিবারকে অনুমতি দেওয়া হচ্ছে না বলে সংবাদসংস্থা পিটিআই'কে জানিয়েছে বোর্ডের এক সূত্র ৷
সূত্রের তরফে সংবাদসংস্থাকে বলা হয়েছে, "পরবর্তীতে কিছু পরিবর্তন হলে সেটা আলাদা ব্য়াপার ৷ কিন্তু এখনও পর্যন্ত ক্রিকেটাররা তাঁদের স্ত্রী কিংবা পার্টনারকে এই সফরে সঙ্গে নিয়ে যেতে পারবেন না ৷ একজন সিনিয়র ক্রিকেটার এ ব্যাপারে বোর্ডের কাছে খোঁজ নিলে তাঁকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে ৷" ওই সূত্র আরও বলেছে, "একমাসেরও কম সময়ের যেহেতু সফর, তাই এই সিদ্ধান্ত ৷ ব্যতিক্রম যদি কিছু হয় তবে সেক্ষেত্রে সংশ্লিষ্ট ক্রিকেটার তাঁর পরিবারের সমস্ত খরচা বহন করবে ৷"
বোর্ডের নয়া ফতোয়া মেনে ইংল্যান্ডের বিরুদ্ধে সিরিজ শুরু আগে ঘরোয়া ক্রিকেটে দেখা গিয়েছে জাতীয় দলের তারকাদের ৷ নিজ নিজ রাজ্য়ের হয়ে রঞ্জি খেলেছেন রোহিত শর্মা, বিরাট কোহলি, শুভমন গিল, যশস্বী জয়সওয়াল, ঋষভ পন্ত, রবীন্দ্র জাদেজারা ৷ পাশাপাশি ইংল্য়ান্ডের বিরুদ্ধে টি-20 সিরিজ এবং ওডিআই সিরিজের জন্য ক্রিকেটাররা যথাক্রমে কলকাতা এবং নাগপুরে একত্রিত হয়েছিলেন ৷ সেখান থেকে দলের সঙ্গে একসঙ্গেই সফর করেছেন সকলে ৷ কারণ নয়া নিয়ম অনুযায়ী অনুশীলনের জন্য ক্রিকেটারদের ব্যক্তিগত যান ব্যবহারে জারি হয়েছে নিষেধাজ্ঞা ৷