পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

নিউজিল্যান্ড ‘বধ’ ! দ্রাবিড়কে ছুঁলেন রুট; সচিনকে টপকাতে আর কতদিন ? - ENGLAND VS NEW ZEALAND

ক্রিকেটের কুলীন ফর্ম্যাটে জো রুটের সেঞ্চুরির সংখ্যা দাঁড়াল 36 ৷ সচিনকে ছুঁতে এখনও 3035 রান করতে হবে রুটকে ৷ দরকার ‘মাত্র’ 15টি শতরান ৷

England vs New Zealand
দ্রাবিড়কে ছুঁলেন রুট; সচিন টপকাতে আর কতদিন ? (ইটিভি ভারত)

By ETV Bharat Sports Team

Published : Dec 8, 2024, 10:09 AM IST

ওয়েলিংটন, 8 ডিসেম্বর: 323 রানে বিরাট জয় ৷ ভারতকে হোয়াইটওয়াশ করা নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজ জিতে নিল ইংল্যান্ড ৷ দ্বিতীয় ইনিংসে ‘থ্রি লায়ন্স’-এর প্রাক্তন অধিনায়কের ব্যাটে এল 130 বলে 106 রানের ইনিংস ৷ ফলে ক্রিকেটের কুলীন ফর্ম্যাটে জো রুটের সেঞ্চুরির সংখ্যা দাঁড়াল 36 ৷ ছুঁয়ে ফেললেন রাহুল দ্রাবিড়কে ৷

থ্রি লায়ন্সের অধিনায়কের এখনও পর্যন্ত সংগ্রহ 36টি শতরান ৷ দ্রাবিড়কে ছুঁয়ে ফেলার পর সামনে শুধু সচিন তেন্ডুকর (51টি শতরান), জ্যাক কালিস (45টি শতরান), রিকি পন্টিং (41টি শতরান), কুমার সঙ্গকারা (38টি) ৷ সচিনকে ছুঁতে এখনও 15টি সেঞ্চুরি করতে হবে জো রুটকে ৷

দুরন্ত ইনিংসে পর টেস্টে রুটের রান দাঁড়াল 12886 ৷ পাঁচদিনের ক্রিকেটে মাস্টার ব্লাস্টারের ঝুলিতে রয়েছে 15 হাজার 921 রান ৷ সেঞ্চুরির সংখ্যা 51টি ৷ দু’নম্বরে থাকা রিকি পন্টিংয়ের সংগ্রহ 13 হাজার 378 রান ৷ চার নম্বরে রয়েছেন জো রুট ৷ তিন অঙ্কের রান করেছেন 36 বার ৷ সচিন-পান্টার ও রুটের মাঝে রয়েছেন জ্যাক কালিস, রাহুল দ্রাবিড় ৷ অর্থাৎ টেস্টে সর্বোচ্চ রান সংগ্রহের তালিকায় প্রথম চারে থাকা ব্যাটাররা প্রত্যেকেই প্রাক্তন ৷

সচিনকে টপকাতে কতদিন ?

ক্রিকেট বিশেষজ্ঞরা বলছেন, রুটের রানের খিদে থাকলে এবং ফর্মে থাকলে সচিনের টেস্ট রানকে ছাপিয়ে যেতে পারেন তিনি ৷ 50 পেরলে তা সহজের সেঞ্চুরিতে বদলে ফেলছেন রুট ৷ ফলে ফর্মে থাকলে রেকর্ড গড়তে পারেন তিনি ৷

যদিও সচিনকে টপকে যেতে রুটকে অনেক পথ হাঁটতে হবে ৷ ইংল্যান্ড যদি এক ক্যালেন্ডার বর্ষে 10 থেকে 14টি টেস্ট ম্যাচ খেলে এবং প্রত্যেকটিতে রুট স্কোয়াডে ও ফর্মে থেকে 800 থেকে 1 হাজার রান করেন, তাহলে সচিনকে টপকাতে তাঁর চার বছর লাগবে । ফলে 37-38 বছর বয়স পর্যন্ত দুরন্ত ফর্মে থাকতে হবে রুটকে ৷

33 বছর বয়সি রুট ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে এজবাস্টন টেস্টে 12 হাজার রানের ক্লাবে ঢুকেছিলেন ৷ আট ম্যাচ পর তিনি দাঁড়িয়ে 12 হাজার 886 রানে ৷ নামের পাশে 50.53 গড়ের সঙ্গে রয়েছে 36টি শতরান ও 64টি অর্ধ-শতরান ৷ সচিনকে ছুঁতে এখনও 3035 রান করতে হবে রুটকে ৷ সবকিছু ঠিক থাকলে রাহুল দ্রাবিড় (13 হাজার 288 রান), দক্ষিণ আফ্রিকার জ্যাক কালিস (13 হাজার 829 রান) ও অস্ট্রেলিয়ার রিকি পন্টিং (13 হাজার 378) ছাড়িয়ে যেতে বেশি সময় নেবেন না ইংরেজ ব্যাটার ৷

16 বছর পর নিউজিল্যান্ডে সিরিজ জিতল ইংল্য়ান্ড...

বেন স্টোকসের নেতৃত্বাধীন ইংল্যান্ড 16 বছর পর নিউজিল্যান্ডে তাদের প্রথম সিরিজ জিতল ৷ একটি ম্যাচ বাকি থাকতেই 2-0 এগিয়ে গিয়েছে ‘থ্রি লায়ন্স’ । শেষবার 2008 সালে নিউজিল্যান্ডে কিউয়িদের বিপক্ষে টেস্ট সিরিজ জিতেছিল ইংল্যান্ড ।

ইংল্যান্ডের প্রথম ইনিংসে চার উইকেট হারানোর পর প্রথম ইনিংসে হ্যারি ব্রুকের দুর্দান্ত সেঞ্চুরিতে ঘুরে দাঁড়ায় ইংল্যান্ড ৷ দ্বিতীয় ইনিংসে রুটের শতরান, বেন ডাকেট (112 বলে 92) ও জ্যাকব বেথেল (118 বলে 96) রানের সুবাদে ম্যাট পকেটে পোরে ইংল্যান্ড ৷

আরও পড়ুন

ABOUT THE AUTHOR

...view details