পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

দ্বিশতরানের মুখ থেকে ফিরলেন পোপ, নিজামের শহরে প্রথম টেস্টে ভারতের লক্ষ্যমাত্রা 231

India vs England 1st Test: চতুর্থদিনের সকালেও ভারতীয় বোলারদের পরীক্ষা নিলেন ওলি পোপ এবং ইংল্যান্ডের লোয়ার-অর্ডার ব্যাটাররা ৷ যার সুবাদে দ্বিতীয় ইনিংসে 420 রান তুলল থ্রি-লায়ন্স ৷ ভারতের সামনে 231 রানের লক্ষ্যমাত্রা রেখেছে ইংল্যান্ড ৷ 12 বছর পর ভারতের মাটিতে কোনও বিদেশি দল দ্বিতীয় ইনিংসে চারশোর উপরে রান করল ৷

Image Courtesy: BCCI and England Cricket X
Image Courtesy: BCCI and England Cricket X

By ETV Bharat Bangla Team

Published : Jan 28, 2024, 12:23 PM IST

Updated : Jan 28, 2024, 12:49 PM IST

হায়দরাবাদ, 28 জানুয়ারি: হায়দরাবাদ টেস্ট জিততে ভারতের সামনে লক্ষ্য 231 রানের ৷ তৃতীয়দিনের পর চতুর্থদিন অর্থাৎ, রবিবার সকালেও ভারতীয় বোলারদের উপর শাসন করলেন ওলি পোপ (196 রান) ৷ রান পেলেন বেন ফোকস (34) রেহান আহমেদ (28), টম হার্টলি (34) ৷ অর্থাৎ, ফের একবার ভারতের গলার কাঁটা হয়ে দেখা দিল প্রতিপক্ষের লোয়ার-অর্ডার ৷ তবে, জসপ্রীত বুমরার দুরন্ত বোলিংয়ের সুবাদে 420 রানে আটকে দেওয়া গিয়েছে ব্রিটিশদের ৷ দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে সবচেয়ে সফল গুজরাত পেসারই ৷ তিনি 4 উইকেট নিয়েছেন ৷

উল্লেখ্য, 12 বছর পর কোনও বিদেশি দল ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে চারশো বা তার বেশি রান করল ৷ শেষবার 2012 সালে অ্যালিস্টার কুকের নেতৃত্বে ইংল্যান্ড 406 রান করেছিল আমেদাবাদে ৷ হায়দরাবাদে প্রথম টেস্টের শুরুতেই জসপ্রীত বুমরা রেহান আহমেদকে (28) আউট করেন ৷ তবে, 9 নম্বরে নামা টম হার্টলির সঙ্গে ফের 80 রানের দুরন্ত পার্টনারশিপ করেন ওলি পোপ ৷ অশ্বিনের বলে আউট হন হার্টলি ৷ এরপর আর বেশি অপেক্ষা করতে হয়নি ভারতকে ৷ মার্ক উড কোনও রান না-করেই রবীন্দ্র জাদেজার শিকার হন ৷

পরের ওভারেই জসপ্রীত বুমরাকে আক্রমণে নিয়ে আসেন অধিনায়ক রোহিত শর্মা ৷ 196 রানে সেই সময় খেলছিলেন ওলি পোপ ৷ হাতে মাত্র এক উইকেট থাকায় রিভার্স স্কুপে বাউন্ডারি মেরে ডাবল সেঞ্চুরিতে পৌঁছানোর চেষ্টায় উইকেট ছিটকে যায় পোপের ৷ বুমরার পাশাপাশি, দ্বিতীয় ইনিংসে রবিচন্দ্রন অশ্বিন 3টি উইকেট নিয়েছেন ৷ দু’টি উইকেট পেয়েছেন রবীন্দ্র জাদেজা এবং এক উইকেট নেন অক্ষর প্যাটেল ৷

উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে চতুর্থ ইনিংসে বড় রান তাড়া করার ক্ষেত্রে মোটে পাঁচবার সাফল্য এসেছে ভারতের ৷ তাও 12 বছর আগে বেঙ্গালুরুতে ৷ তার পর থেকে দু’শোর উপরে রান তাড়া করে জয় আসেনি ৷ তবে, রোহিত শর্মা, যস্বশী জয়সওয়ালদের জন্য একটা ইতিবাচক দিক হল, ইংল্যান্ডের অনভিজ্ঞ স্পিন বোলিং বিভাগ ৷ প্রথম ইনিংসে ইংল্যান্ডের স্পিনাররা যত না উইকেট পেয়েছিলেন, তার থেকে বেশি ভারতীয় ব্যাটাররা নিজেদের উইকেট দিয়ে এসেছিলেন ৷

হায়দরাবাদের পিচে স্পিন থাকলেও, তা কখনই ব্যাটিং টিমকে সমস্যায় ফেলার মতো নয় ৷ ফলে এই পিচে 231 রানের টার্গেট কঠিন বলা যাবে না ৷ বিশেষত রোহিত, যস্বশী, কেএল রাহুল, শ্রেয়স আইয়ার, রবীন্দ্র জাদেজার মতো স্পিন বোলিংয়ের বিরুদ্ধে সিদ্ধহস্ত ব্যাটাররা রয়েছেন যে দলে ৷

আরও পড়ুন:

  1. দেড়বছর পর রঞ্জিতে সেঞ্চুরি মনোজের, অসমের বিরুদ্ধে রানের পাহাড়ে বাংলা
  2. দ্রুত শুরু হবে সৌরভের বায়োপিকের শুটিং, পরিকল্পনা রয়েছে আত্মজীবনী লেখারও
  3. কোহলির পর সেরা ব্যাটার পন্ত, ভারতীয় ক্রিকেটের ভবিষ্যত প্রসঙ্গে 'বিরাট' মন্তব্য সৌরভের
Last Updated : Jan 28, 2024, 12:49 PM IST

ABOUT THE AUTHOR

...view details