হায়দরাবাদ, 28 জানুয়ারি: হায়দরাবাদ টেস্ট জিততে ভারতের সামনে লক্ষ্য 231 রানের ৷ তৃতীয়দিনের পর চতুর্থদিন অর্থাৎ, রবিবার সকালেও ভারতীয় বোলারদের উপর শাসন করলেন ওলি পোপ (196 রান) ৷ রান পেলেন বেন ফোকস (34) রেহান আহমেদ (28), টম হার্টলি (34) ৷ অর্থাৎ, ফের একবার ভারতের গলার কাঁটা হয়ে দেখা দিল প্রতিপক্ষের লোয়ার-অর্ডার ৷ তবে, জসপ্রীত বুমরার দুরন্ত বোলিংয়ের সুবাদে 420 রানে আটকে দেওয়া গিয়েছে ব্রিটিশদের ৷ দ্বিতীয় ইনিংসে ভারতের হয়ে সবচেয়ে সফল গুজরাত পেসারই ৷ তিনি 4 উইকেট নিয়েছেন ৷
উল্লেখ্য, 12 বছর পর কোনও বিদেশি দল ভারতের বিরুদ্ধে দ্বিতীয় ইনিংসে চারশো বা তার বেশি রান করল ৷ শেষবার 2012 সালে অ্যালিস্টার কুকের নেতৃত্বে ইংল্যান্ড 406 রান করেছিল আমেদাবাদে ৷ হায়দরাবাদে প্রথম টেস্টের শুরুতেই জসপ্রীত বুমরা রেহান আহমেদকে (28) আউট করেন ৷ তবে, 9 নম্বরে নামা টম হার্টলির সঙ্গে ফের 80 রানের দুরন্ত পার্টনারশিপ করেন ওলি পোপ ৷ অশ্বিনের বলে আউট হন হার্টলি ৷ এরপর আর বেশি অপেক্ষা করতে হয়নি ভারতকে ৷ মার্ক উড কোনও রান না-করেই রবীন্দ্র জাদেজার শিকার হন ৷
পরের ওভারেই জসপ্রীত বুমরাকে আক্রমণে নিয়ে আসেন অধিনায়ক রোহিত শর্মা ৷ 196 রানে সেই সময় খেলছিলেন ওলি পোপ ৷ হাতে মাত্র এক উইকেট থাকায় রিভার্স স্কুপে বাউন্ডারি মেরে ডাবল সেঞ্চুরিতে পৌঁছানোর চেষ্টায় উইকেট ছিটকে যায় পোপের ৷ বুমরার পাশাপাশি, দ্বিতীয় ইনিংসে রবিচন্দ্রন অশ্বিন 3টি উইকেট নিয়েছেন ৷ দু’টি উইকেট পেয়েছেন রবীন্দ্র জাদেজা এবং এক উইকেট নেন অক্ষর প্যাটেল ৷