হায়দরাবাদ, 24 জানুয়ারি: ভারত বনাম ইংল্যান্ড প্রথম টেস্ট ম্যাচের দল কী হবে ? ইংল্যান্ড ভারতের স্পিনের বিরুদ্ধে কী পরিকল্পনা তৈরি করেছে ? হায়দরাবাদের ম্যাচ নিয়ে এসব আলোচনা এখন পিছনের সারিতে ৷ বরং এখন সবচেয়ে বেশি চর্চিত-চর্বন হচ্ছে ইংল্যান্ডের নবাগত পাকিস্তানি বংশোদ্ভূত অফস্পিনার শোয়েব বশিরের ভিসা না পাওয়া ৷ যা নিয়ে আজ সাংবাদিক বৈঠকে ক্ষোভপ্রকাশ করলেন, থ্রি-লায়ন্স অধিনায়ক বেন স্টোকস ৷ তবে, এ দিন সন্ধেয় ইংল্যান্ড ক্রিকেট বোর্ড জানিয়েছেন, 20 বছরের তরুণ ক্রিকেটারের ভিসা সমস্যা মিটে গিয়েছে ৷
ইংল্যান্ড ক্রিকেট বোর্ড এ দিন বিবৃতি প্রকাশ করে জানিয়েছে, "এই মুহূর্তে ভিসা পেয়ে গিয়েছেন শোয়েব বশির এবং তিনি এই সপ্তাহের শেষে ভারত সফরে দলে সঙ্গে যোগ দেবেন ৷ আমরা খুশি যে সমস্যা তৈরি হয়েছিল, তা এখন মিটে গিয়েছে ৷" অন্যদিকে এ দিন সাংবাদিক বৈঠকে শোয়েব প্রসঙ্গ উঠতেই বেন স্টোকস বলেন, "এটা 'বিরক্তিকর' হয়ে উঠছে ৷ প্রথমবার নয়, এর আগেও আমাদের দলের একাধিক ক্রিকেটারের সঙ্গে এটা হয়েছে ৷ একজন তরুণ ক্রিকেটারের কেরিয়ারের শুরুতে এই ধরনের ঘটনা একেবারে মেনে নেওয়া যায় না ৷ আমি আবু ধাবিতে থাকাকালীন যখন প্রথম শুনেছিলাম, খুব রাগ হয়েছিল ৷ বলেছিলাম ব্যাশ (শোয়েব বশির) যতক্ষণ না ভিসা পাচ্ছে, ততক্ষণ আমরা বিমানে উঠব না ৷"
তবে, সেটা যে দলের একজন সদস্যের প্রতি আবেগ থেকে বলে ফেলেছিলেন, তাও স্বীকার করেছেন স্টোক ৷ তিনি বলেন, "না ওটা তখন আবেগের বশে বলেছিলাম ৷ আমি জানি, ওটা বলা ও করার মধ্যে অনেক ফারাক রয়েছে ৷ সেটা ঘটে চলা ঘটনাপ্রবাহের কারণে বেরিয়ে আসা আবেগ ছিল ৷"