পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সুপার-সাব ওয়াটকিন্স ! হল্যান্ডকে হারিয়ে ফের ইউরো ফাইনালে ইংরেজরা - EURO Cup 2024 - EURO CUP 2024

England in EURO Cup Final: উত্তেজনাহীন ম্যাচের 80 মিনিটে জোড়া পরিবর্তন করেছিলেন ইংল্যান্ড কোচ গ্যারি সাউথগেট ৷ সেই চালেই সিগনাল এডুনা পার্কে বাজিমাত করল ইংল্যান্ড ৷ পরপর দু’বার ইউরো কাপের ফাইনালে পৌঁছল ‘থ্রি লায়ন্স’ ৷

England in EURO 2024 Final
ইউরো ফাইনালে ইংরেজরা (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : Jul 11, 2024, 6:22 AM IST

Updated : Jul 11, 2024, 6:46 AM IST

ডর্টমুন্ড, 11 জুলাই: নেদারল্যান্ডসকে হারিয়ে ফের ইউরো ফাইনালে ইংল্যান্ড ৷ সৌজন্যে গ্যারি সাউথগেট ৷ হেডস্যরের দু’টি তুখোড় চালেই ম্যাচ নিয়ে গেল ‘হ্যারি কেন অ্যান্ড কোং’ ৷ পরিসংখ্যান বলছে, সমস্ত বিভাগে এগিয়ে থাকলেও গোলমুখ খুলতে পারছিল না ইংরেজরা ৷ নির্ধারিত সময়ের প্রায় শেষে এসে সাউথগেটের এক চালেই বাজিমাত করল গতবারের রানার-আপরা ৷ শেষ মিনিটে গোল করলেন ‘সুপার-সাব’ ওলি ওয়াটকিন্স ৷ বার্লিন ফাইনালে স্পেনের বিরুদ্ধে নামবে ‘থ্রি লায়ন্স’ ৷

ম্যাচের শুরুতেই এগিয়ে গিয়েছিল নেদারল্যান্ডস ৷ জাভি সিমন্সের শট বুঝতেই পারেননি জর্ডন পিকফোর্ড ৷ গোল খেয়ে খানিক এলোমেলো হয়ে গিয়েছিল ইংল্যান্ডের ডিফেন্সিভ লাইন-আপ ৷ যদিও দ্রুত তা মেরামত করে নেন মার্ক গুয়েহি, কেইল ওয়াকাররা ৷ 18 মিনিটে স্পটকিক থেকে দলকে সমতায় ফেরান অধিনায়ক হ্যারি কেন ৷

ম্যাচের শুরুতে খানিক রক্ষণাত্মক খেলা শুরু করে ইংল্যান্ড ৷ অন্যদিকে প্রথম থেকেই আক্রমণে উঠছিল ‘ম্যান ইন অরেঞ্জ’ ৷ ফলে রক্ষণের খোলস ছেড়ে আক্রমণের ঝাঁঝ বাড়াতে শুরু করেন হ্যারি কেন, বুকায়ো সাকারা ৷ তাতে কাজের কাজ হয় ৷ খানিক স্তিমিত হয়ে যায় নেদারল্যান্ডসের ফরোয়ার্ড লাইন-আপ ৷ দ্বিতীয়ার্ধে রক্ষণ জমাট রেখে আক্রমণে যাচ্ছিল দু’দলই ৷ বারে লেগে ফেরে হল্যান্ডের ডিফেন্ডার ডেনজেল ডানফ্রায়েসের হেড ৷ তারপরেই পোস্টে লেগে প্রতিহত হত ইংল্যান্ডের ফিল ফোডেনের শট ৷

তারপরেই বল ধরে খেলতে শুরু করে দু’দলই ৷ 80 মিনিটে জোড়া পরিবর্তন করে ইংল্যান্ড ৷ ফিল ফডেনের জায়গায় আসেন কোলে পালমার, হ্যারি কেনকে তুলে ওলি ওয়াটকিন্সকে নামান সাউথগেট ৷ ওই মিনিটেই ওয়াকারের ক্রস জালে জড়িয়েছিলেন সাকা ৷ যদিও অফসাইডের দরুণ তা বাতিল করে দেন রেফারি ৷ একসময় মনে হচ্ছিল, অতিরিক্ত সময়ে গড়াবে খেলা ৷ সে সময়েই ম্যাচের শেষ মিনিটে ডি-বক্সের ডানদিকে বল পান ওয়াটকিন্স ৷ দুরন্ত শটে বল জালে জড়িয়ে দেন ইংরেজদের ‘সুপার-সাব’ ৷ পরিসংখ্যান বলছে, দ্বিতীয়ার্ধে ইংল্যান্ডের একমাত্র ‘শট অন টার্গেট’ ছিল ওয়াটকিন্সের শট ৷

2020 ইউরো কাপেও ফাইনালে উঠেছিল ইংল্যান্ড ৷ যদিও ইতালির কাছে হেরে শেষরক্ষা হয়নি ৷ চার বছর পর ফের ফাইনাল খেলতে নামবে ‘থ্রি লায়ন্স’ ৷ বিশ্বকাপ পেলেও ইউরোর ইতিহাসে এখনও অসফল ইংরেজরা ৷ ফলে বার্লিনের অলিম্পিয়াস্ট্যাডিয়ন স্টেডিয়ামে ভাগ্য বদলাতে চাইবেন হ্যারি কেনরা ৷

একনজরে নজির:

  • 18 মিনিটে স্পটকিকে গোল করেছেন ইংল্যান্ড অধিনায়ক হ্যারি কেন ৷ এই নিয়ে নক-আউটে তাঁর গোলসংখ্যা দাঁড়াল 6টি ৷ টুর্নামেন্টের ইতিহাসে যা কারও নেই ৷
  • মেজর টুর্নামেন্টের (ইউরো, বিশ্বকাপ) নক-আউটে 9টি গোল রয়েছে কেনের ৷ ইউরোপিয়ান খেলোয়াড়দের মধ্যে যা সর্বোচ্চ ৷
  • 89.59 মিনিটে করা ওলি ওয়াটকিন্সের গোলই সেমি-ফাইনালে নির্ধারিত সময়ের সবচেয়ে শেষে করা জয়সূচক গোল ৷
Last Updated : Jul 11, 2024, 6:46 AM IST

ABOUT THE AUTHOR

...view details