কলকাতা, 5 মার্চ: সব জল্পনার অবসান ৷ অবশেষে আগামী 10 মার্চেই হতে চলেছে আইএসএলের ফিরতি ডার্বি ৷ তবে, নতুন সময় নির্ধারণ করা হয়েছে ম্যাচের ৷ ইস্টবেঙ্গল বনাম মোহনবাগান সুপার জায়ান্টের ম্যাচ সন্ধ্যা সাড়ে সাতটার বদলে শুরু হতে চলেছে রাত 8টা 30 মিনিটে ৷ এফএসডিএলের সম্মতির পর, মঙ্গলবার ইস্টবেঙ্গল ক্লাব কর্তৃপক্ষ ফের বিধাননগর কমিশনারেটের সঙ্গে বৈঠকে বসে ৷ সেখানে পরিস্থিতি নিয়ে পুলিশ কর্তাদের বোঝানো হয় ৷ তারপরেই কলকাতা ডার্বি রাত সাড়ে আটটার সময় করতে রাজি হয় প্রশাসন ৷
উল্লেখ্য, আইএসএলের ফিরতি কলকাতা ডার্বি 10 মার্চ যুবভারতীতে হবে, তা সোমবারই ঠিক হয়ে গিয়েছিল ৷ কিন্তু, সময় নিয়ে মতভেদ তৈরি হয় ৷ প্রথমে ইস্টবেঙ্গলের প্রস্তাব অনুযায়ী, বিধাননগর কমিশনারেট রাত 9টায় ম্যাচ আয়োজন করতে সম্মত হয় ৷ কিন্তু, আইএসএলের প্রধান আয়োজক এফএসডিএল টিভি সম্প্রচারের বিষয়টিকে মাথায় রেখে রাত 9টায় ম্যাচ আয়োজনে আপত্তি জানায় ৷ এফএলডিএল জানিয়ে দেয়, সন্ধ্যে সাড়ে সাতটার বদলে তারা 8টায় ম্যাচ আয়োজনে রাজি ৷
সেক্ষেত্রে ইস্টবেঙ্গল ক্লাব রাত সাড়ে আটটায় ম্যাচ আয়োজনের আবেদন জানায় ৷ আজ এফএসডিএল সেই আবেদন মঞ্জুর করেছে ৷ তারপরেই পরিস্থিতি বোঝাতে মঙ্গলবার ফের বৈঠক হয় ইস্টবেঙ্গল এবং বিধাননগর পুলিশ কমিশনারেটের ৷ সেখানেই 10 মার্চ রাত সাড়ে আটটায় ডার্বি আয়োজনে সিলমোহর পড়ে ৷
কেন এই সমস্যা ? 10 মার্চ দুপুরে ব্রিগেডে রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের জনসভা রয়েছে ৷ সেই সভার কারণে ডার্বি আয়োজনের ব্যাপারে বিধাননগর পুলিশ কমিশনারেট অরাজি ছিল ৷ কিন্তু, প্রাথমিকভাবে সম্মতির পরে শেষমুহূর্তে বিধাননগর কমিশনারেট বেঁকে বসায় মাথায় হাত পড়ে ইস্টবেঙ্গল এফসির ৷ যদিও, পুলিশের তরফে বলা হয়েছিল 10 মার্চের বদলে 11 মার্চ ডার্বি আয়োজনে তাদের কোনও আপত্তি নেই ৷ কিন্তু, এফএসডিএল তাদের এই প্রস্তাব খারিজ করে দেয় ৷ এই অবস্থায় 9 মার্চ ডার্বি আয়োজনের প্রস্তাব দেওয়া হয় ৷ কিন্তু, এবার পুলিশ নাকচ করে ৷