কলকাতা, 19 অক্টোবর: জল্পনা সত্যি করে বড় ম্যাচে ইস্টবেঙ্গলের ডাগ-আউটে বসছেন অস্কার ব্রুজো ৷ ভিসা সমস্য়ায় বিলম্বিত হচ্ছিল নতুন কোচের কলকাতার পা রাখার বিষয়টি ৷ যেনতেন প্রকারে মর্যাদার ম্যাচের আগে কার্লেস কুয়াদ্রাতের উত্তরসূরিকে আনতে মরিয়া ছিলেন লাল-হলুদ কর্তারা ৷ অবশেষে শনিবার কাকভোরে শহরে পা রেখেই বড় ম্যাচের ডাগ-আউটে অস্কার ব্রুজো ৷ বড় ম্যাচের ইতিহাস ঘাঁটলে এমন নজির পাওয়া যাবে বলে মনে হয় না ৷
বেঞ্চে বসবেন কি না, সেটা নিশ্চিত করা না-গেলেও বিকেলের দিকে ফুটবলারদের সঙ্গে সরাসরি একটা সাক্ষাৎ পর্ব রাখা হয়েছিল নয়া কোচের ৷ শহরে আসতে দেরি হলেও বিনো জর্জের সঙ্গে তিনি যে নিয়মিত যোগাযোগ রেখে চলেছিলেন, সেটা কলকাতায় পা রেখেই জানিয়ে দিয়েছিলেন বসুন্ধরা কিংসের প্রাক্তন কোচ ৷ ফলত অস্কারকে ডার্বির ডাগ-আউটে বসানোর সিদ্ধান্ত যে আচমকা, সেটা ভাবলে ভুল হবে ৷ সে যাইহোক, এবার চার ম্যাচে হেরে আত্মবিশ্বাসের তলানিতে পৌঁছে যাওয়া ইস্টবেঙ্গল নয়া কোচের স্পর্শে বদলায় কি না, সেটাই দেখার ৷
আগেই জানানো হয়েছিল 90 মিনিট খেলার অবস্থায় নেই দিমিত্রিয়স দিয়ামানতাকোস ৷ সেইমতই গ্রিক ফরোয়ার্ডকে প্রথম একাদশে রাখেননি ব্রুজো ৷ পরিবর্তে শুরু করবেন ডেভিড লালহ্লানসাঙ্গা ৷ একটু পিছনে ক্লেইটন ৷ দলে বাকি তিন বিদেশি হেক্টর ইউস্তে, সাউল ক্রেসপো ও মাদিহ তালাল ৷ রক্ষণে হেক্টর-ইউস্তে জুটিতেই ভরসা রেখেছেন নয়া কোচ ৷