কলকাতা, 24 মে: সদ্য সমাপ্ত আইএসএল মরশুমে সর্বোচ্চ গোলদাতা গ্রিক স্ট্রাইকার দিমিত্রিওস ডায়মান্টাকোসকে নিয়ে তাড়াহুড়ো করতে রাজি নয় ইস্টবেঙ্গল। তিনি কয়েক দিন আগে কেরালা ব্লাস্টার্স ছাড়ার কথা জানিয়েছিলেন। তবে কোন ক্লাবে যাচ্ছেন সেটা জানাননি।
2022 সালে দিমিত্রিওস কেরালা ব্লাস্টার্সে যোগ দিয়েছিলেন। গত দুই বছরে তিনি কেরালার হয়ে নিজের অন্যতম সেরা পারফর্ম করেছেন। দুই বছরে তিনি কেরালার হয়ে 38টি ম্যাচ খেলেছেন এবং গোল করেছেন 23টা। গোলের জন্য বল বাড়িয়েছেন ছয়টা। মোট 3089 মিনিট খেলেছেন তিনি।
এবার তাঁর ভবিষ্যতের দল নিয়ে উঠে আসছে ইস্টবেঙ্গলের নাম। নতুন মরশুমে ক্লেইটন সিলভার সঙ্গে তাঁকে খেলানোর চেষ্টা করছেন লাল-হলুদ কর্তারা। জানা গিয়েছে, কোচ কার্লেস কুয়াদ্রাত যেই প্লেয়ারকে চেয়ে ক্লাব কর্তাদের জানিয়েছেন তাঁদের মধ্যে একজন হলেন দিমিত্রিয়স দিয়ামান্টাকোস।
এছাড়াও সেই তালিকায় রয়েছেন ওড়িশা এফসির স্ট্রাইকার রয় কৃষ্ণা। সূত্রের খবর, গত আইএসএলের সর্বোচ্চ গোলদাতা লাল-হলুদের পথেই। চূড়ান্ত আলোচনা চলছে। চুক্তিবদ্ধ করানোর আগে ইস্টবেঙ্গল ডায়মান্টাকোসের মেডিক্যাল রিপোর্ট দেখতে চাইছে। কারণ আইএসএলের শেষ কয়েকটি ম্যাচে গ্রিক স্ট্রাইকার নাকি চোটের জন্য খেলেননি। আশা করা যায়, তাঁর চোট বড় কিছু নয়। সেক্ষেত্রে ইস্টবেঙ্গল চূড়ান্ত কথাবার্তার দিকে এগোবে। তাছাড়া গতবছর কোচ হিসেবে সের্জিও লোবেরার নাম ঘোষণা হয়ে গেলেও শেষ পর্যন্ত তা বাস্তবায়ন হয়নি।