কলকাতা, 25 জুন: আরও দু’বছরের জন্য ইস্টবেঙ্গলেই থাকছেন হিজাজি মাহের ৷ মঙ্গলবার জর্ডনের ডিফেন্ডারের সঙ্গে লাল-হলুদ ক্লাব কর্তৃপক্ষ তাদের চুক্তি নবীকরণের খবর আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করেছে ৷ আগামী 3 জুলাই কলকাতায় আসছেন কোচ কার্লেস কুয়াদ্রাত ৷ তাঁর শহরে পা-দেওয়ার আগে দলের বিদেশিদের নাম ঘোষণা করছে ইস্টবেঙ্গল ৷ ক্লেটন সিলভা, সওল ক্রেসপো, হিজাজি মাহের লাল-হলুদ জার্সিতেই থাকলেন ৷ ইতিমধ্যে গ্রিসের স্ট্রাইকার দিয়ামানতোকোসকে সই করিয়েছে ইস্টবেঙ্গল ৷ আরও দুই বিদেশির নামও দ্রুত ঘোষণা করা হবে বলে জানা গিয়েছে ৷
ইতিমধ্যে ইস্টবেঙ্গলের পক্ষ থেকে বলা হয়েছে, গত চার মরশুমের তুলনায় শক্তিশালী দল গড়া হচ্ছে ৷ জর্ডনের ডিফেন্ডারকে ইস্টবেঙ্গলে নিয়ে আসার মূল কারিগর ছিলেন কার্লেস কুয়াদ্রাত নিজে ৷ ফলে তাঁকে আরও দু’বছর ক্লাবে রাখার সিদ্ধান্তে স্বাভাবিকভাবেই খুশি ইস্টবেঙ্গলের স্প্যানিশ কোচ ৷ তিনি বলেছেন, “হিজাজি আমার দলের রক্ষণে গুরুত্বপূর্ণ সদস্য ৷ তাঁর যোগদানে আমাদের রক্ষণ সেরাদের মধ্যে অন্যতম হয়ে উঠেছে ৷ হিজাজির কাছে একাধিক ক্লাবের প্রস্তাব ছিল ৷ কিন্তু, হিজাজি ইস্টবেঙ্গলে থাকার সিদ্ধান্ত নিয়েছেন ৷ ইস্টবেঙ্গলের হয়ে এএফসি কাপের মতো গুরুত্বপূর্ণ টুর্নামেন্টে সাহায্য করতে চায় ৷”