কলকাতা, 28 জুন: নতুন মরশুমে ইস্টবেঙ্গলের অধিনায়ক ক্লেইটন সিলভা। সহ-অধিনায়ক নাওরেম মহেশ সিং। বৃহস্পতিবার ক্লাবের কার্যকরী কমিটির বৈঠকে উপস্থিত সদস্যরা ব্রাজিলিয়ান স্ট্রাইকারকে নতুন মরশুমে নেতৃত্বের দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেন। গত দুই মরশুম ধরে ইস্টবেঙ্গলের গোল করার সিংহভাগ দায়িত্ব ক্লেইটন বহন করেছেন। গত মরশুমে ইস্টবেঙ্গলের সুপার কাপ জয়ের অন্যতম কারিগর ছিল ক্লেইটনের স্কোরিং বুট ৷
ব্রাজিলিয়ান স্ট্রাইকার গত দু'বছরের নেতৃত্বের আর্মব্যান্ড হাতে পড়লেই জ্বলে উঠেছেন। এবার সেই দুরন্ত ফর্মের ক্লেইটন সিলভাকে নবাগত গ্রিসের স্ট্রাইকার দিমিত্রিওস দিয়ামান্টাকোসের সঙ্গে চাইছে ইস্টবেঙ্গল । নতুন সচিব হিসেবে রূপক সাহার দায়িত্ব নেওয়ার পরে এটাই ছিল প্রথম কার্যকরী কমিটির বৈঠক । সেখানে চলতি মরশুমে দল গড়তে বসে ভালো মানের ফুটবলারের অভাব নিয়ে সরব হন সদস্যরা । শক্তিশালী দল গড়তে গিয়ে ভালো ফুটবলারের অভাব নিয়ে ইস্টবেঙ্গল একাধিকবার সরব হয়েছে ।