জেলসেনকির্চেন (জার্মানি), 16 জুন: জুড বেলিংহ্যাম, হ্যারি কেন, মার্কস ব়্যাশফোর্ড, হ্যারি ম্যাগুয়ের ৷ ইংল্যান্ড ফুটবল দলের প্রধান চার স্তম্ভ ৷ আর এই চার দ্বিগজের ইংল্যান্ডের বিরুদ্ধে আজ মাঠে নামছে সার্বিয়া ৷ উয়েফা ইউরো কাপে ইংল্যান্ড এবং সার্বিয়া একে অপরের মুখোমুখি ৷ যে ম্যাচের আগে অবশ্য আত্মবিশ্বাসী সার্বিয়ার ডুসান ভ্লাহোভিচ ৷ সেরি এ লিগে খেলা সার্বিয়ান ফুটবলারের কথায়, আইসল্যান্ডের বিরুদ্ধে প্রস্তুতি ম্যাচে ইংল্যান্ডের হার থেকে তাঁরা সেই আত্মবিশ্বাস পাচ্ছেন ৷
উল্লেখ্য, ইউরো কাপ অভিযান শুরুর আগে আইসল্যান্ডের বিরুদ্ধে একটি প্রস্তুতি ম্যাচ খেলেছিল ইংল্যান্ড ৷ সেই ম্যাচে 1-0 গোলে হেরেছিল হ্যারি কেনের দল ৷ পুরো ম্যাচেই ছন্নছাড়া ফুটবল খেলেছিলেন তাঁরা ৷ সেই ম্যাচে ইংল্যান্ডের দুর্বলতাগুলি প্রকোট হয়েছিল ৷ আর সেগুলিকেই হাতিয়ার করতে চাইছে সার্বিয়া ৷ সেরি এ লিগে জুভেন্তাসের হয়ে খেলা ভ্লাহোভিচ মনে করেন, প্রথমবার একটি স্বাধীন দেশ হিসেবে জার্মানির মাঠে ইউরো খেলতে নামা সার্বিয়া ইংল্যান্ডের বিরুদ্ধে এবং আগামী ম্যাচগুলিতেও ভালো পারফর্ম করবে ৷ উল্লেখ্য, গত মরশুমে জুভেন্তাসের হয়ে 16 গোল করেছিলেন ভ্লাহোভিচ নিজেই ৷