পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

মুখ থুবড়ে পড়ল টপ-অর্ডার, গাব্বায় বৃষ্টি সহায় ভারতের ! - BORDER GAVASKAR TROPHY

দ্বিতীয়দিন গাব্বা টেস্টে বিপাকে ছিল ভারত ৷ তৃতীয়দিন বৃষ্টি খানিক সহায় হলেও বেকায়দা পরিস্থিতি থেকে বেরোতে পারল না তারা ৷ ফের ব্যর্থ টপ-অর্ডার ব্যাটিং ৷

INDIA vs AUSTRALIA THIRD TEST
কোহলিকে ফেরালেন হ্যাজলউড (AP Photo)

By ETV Bharat Sports Team

Published : 5 hours ago

ব্রিসবেন, 16 ডিসেম্বর: দফায়-দফায় পণ্ড হল খেলা ৷ প্রথমদিনের পর গাব্বায় ভারত-অস্ট্রেলিয়া টেস্টের তৃতীয়দিনের খেলা ফের বাধ সাধল বৃষ্টির কারণে ৷ সোমবার সর্বসাকুল্যে খেলা হল মাত্র 33.1 ওভার ৷ যদিও তারমধ্যেই ফের হারের ভ্রূকুটি ভারতীয় শিবিরে ৷ প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার পর্বতসম 445 রানের সামনে দিনের শেষে ভারতের রান চার উইকেট হারিয়ে 51 ৷ সবমিলিয়ে তৃতীয়দিন কাঁটা নয়, বৃষ্টি বরং বর হল ভারতের জন্য ৷

সাত উইকেটে 405 রান নিয়ে তৃতীয়দিন সকালে খেলা শুরু করে অস্ট্রেলিয়া ৷ স্কোরবোর্ডে 40 রান যোগ করে শেষ হয় ব্য়াগি গ্রিনদের প্রথম ইনিংস ৷ গতকাল 45 রানে অপরাজিত অ্যালেক্স ক্যারির অর্ধশতরান পূর্ণ করে 70 রানের ইনিংস ছাড়া সেই অর্থে বলার কিছু নেই ৷ অন্যদিকে মিচেল স্টার্ককে ফিরিয়ে প্রথম ইনিংসে হাফডজন উইকেট নেন জসপ্রীত বুমরা ৷ 445 রানের বোঝা নিয়ে এরপর গাব্বার বাইশ গজে মুখ থুবড়ে পড়ে ভারতের টপ-অর্ডার ব্যাটিং ৷

দফায়-দফায় বারিধারার মাঝেও সফরকারী দলের টপ-অর্ডার ব্যাটারদের একে একে ফেরানোর কাজটা করেন অজি বোলাররা ৷ মিচেল স্টার্ক, জোস হ্যাজলউড এবং প্যাট কামিন্সের ত্রিফলা আক্রমণে 44 রানে চা-বিরতির আগেই চার উইকেট খুইয়ে বসে ভারতীয় দল ৷ বৃষ্টির কারণে সময়ের আগেই চা-বিরতিতে যায় দুই দল ৷ এরপর মাঠে জমে থাকা জল সরিয়ে লম্বা বিরতির পর খেলা শুরু হলেও 2.5 ওভারের বেশি তা দীর্ঘায়িত হয়নি ৷ বৃষ্টিতে ফের ম্যাচ বন্ধ হলে সময়ের আগেই তৃতীয়দিনের মতো খেলার সমাপ্তি ঘোষণা করেন ম্যাচ অফিসিয়ালরা ৷ ভারতের রান তখন চার উইকেটে 51 ৷

যশস্বী জয়সওয়াল 4, শুভমন গিল 1, বিরাট কোহলি 3 এবং ঋষভ পন্ত ফেরেন 9 রানে ৷ টপ-অর্ডার ব্যাটিং ব্যর্থতার মধ্যে অবশ্য দিনের শেষে 64 বলে 33 রানে অপরাজিত কেএল রাহুল ৷ মারেন 4টি চার ৷ ছ'টি বল খেলে রানের খাতা না-খুলে ক্রিজে অপরাজিত ভারত অধিনায়ক রোহিত শর্মা ৷ হ্যাজলউডের বল ড্রাইভ করতে গিয়ে এদিন ফের কট বিহাইন্ড হলেন কোহলি ৷ যা নিয়ে সোশাল মিডিয়ায় চর্চা অব্য়াহত ৷

সে যাইহোক, বৃষ্টি কাঁটায় তৃতীয়দিন কোনওক্রমে উতরে গেলেও বাকি দু'দিন ইন্দ্রদেব কি ভারতের সহায় হবেন? সেটাই এখন লাখ টাকার প্রশ্ন ৷ বৃষ্টি ছাড়া গাব্বায় বাঁচতে হলে অসম্ভবকে সম্ভব করতে হবে রোহিতদের ৷ কারণ বৃষ্টি সত্ত্বেও তৃতীয়দিনের শেষে যা গতিপ্রকৃতি, তাতে ম্যাচ অনেকটাই ঝুঁকে গিয়েছে অস্ট্রেলিয়ার দিকে ৷

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details