বিশাখাপত্তনম, 31 মার্চ:প্রায় দেড় বছর বাইশ গজে কোনও রেকর্ডে ছিলেন না ভারতীয় উইকেটরক্ষক-ব্যাটার ঋষভ পন্ত ৷ রুরকি দুর্ঘটনার কালো অধ্যায় পেরিয়ে চলতি আইপিএলে 'মৃত্যুঞ্জয়ী' হয়ে ক্রিকেট মাঠে ফিরেছেন দিল্লি অধিনায়ক ৷ রবিবার বিশাখাপত্তনমে চেন্নাইয়ের বিরুদ্ধে ব্যাট হাতে নেমে সিদ্ধান্ত নিয়ে ছেদ পড়ে থাকা রেকর্ডের খাতা খুললেন পন্ত ৷ 32 বলে 51 রান করে দলকে এগিয়ে নিয়ে গেলেন চেন্নাইকে টক্কর দিতে ৷ প্রথমে ডেভিড ওয়ার্নারের অর্ধশতরান এবং পরে অধিনায়কের ব্যাটে ইয়েলো আর্মিকে 191 রানের কঠিন লক্ষ্যমাত্রা দিল সৌরভ গঙ্গোপাধ্যায়ের দল ৷
দিল্লির অধিনায়ক ঋষভ পন্ত কোটিপতি লিগে প্রত্যাবর্তনের পর প্রথম দু'টি ম্যাচে খুব বেশি রান করতে পারেননি। স্বাভাবিকভাবেই ফর্ম ফিরে পেতে সময় লাগছিল তাঁর। তৃতীয় ম্যাচে এসে তাঁর ব্যাট আর খামোশ থাকল না ৷ তিনি যে কতটা প্রতিভাবান ব্যাটার এবং পারফর্মার, রবিবার বিশাখাপত্তনমে তা বুঝিয়ে দিলেন ৷ সেইসঙ্গে এটাও বুঝিয়ে দিলেন যে, প্রয়োজনে যে কোনও সময় তিনি ব্যাট হাতে খুনে মেজাজ ধারণ করতে পারেন। এদিন চেন্নাইয়ের বিরুদ্ধে 32 বলে 51 রানের ইনিংসে তিনটি ছক্কা এবং চারটি চার হাঁকালেন তিনি।