হায়দরাবাদ: হোয়াটসঅ্যাপের পাশাপাশি সোশালমিডিয়া প্ল্যাটফর্ম ইনস্টাগ্রামেও যোগ হয়েছে একাধিক নতুন ফিচার ৷ এবার ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা সহজেই লোকেশন শেয়ার থেকে শুরু করে চ্যাট বক্সের নাম পরিবর্তন, সরাসরি মেসেজ করার সুবিধা পাবেন ৷ সেইসঙ্গে যোগ হয়েছে একাধিক নতুন স্টিকার ৷ সেগুলি ব্যবহার করতে পারবেন তাঁরা ৷ মেসেজ বক্সেও লাইভ লোকেশন ফিচার ব্যবহার করতে পারবেন ব্যবহারকারীরা ৷
মেসেজের জন্য নতুন স্টিকার: ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা চ্যাট করার সময় যাতে আর অনুভূতি ভালোভাবে বোঝাতে পারেন তার জন্য নতুন 17টি স্টিকার প্যাক চালু করা হয়েছে ৷ যার মধ্যে রয়েছে 300টিরও বেশি স্টিকার ৷ এই স্টিকারগুলি ব্যবহারকারীদের মেসেজে প্রতিক্রিয়া জানাতে আরও ভালোভাবে সাহায্য করবে ৷ ব্যবহারকারীরা তাদের পছন্দের স্টিকার 'ফেভারিট'-এ যোগ করতে পারেন। এমনকী হোয়াটঅ্যাপের মতো বন্ধুদের ছবির কাটআউট ব্যবহার করে তৈরি করা যাবে স্টিকারগুলি ৷ সেগুলি পুনরায় ব্যবহার করার সুবিধা আছে ৷
মেসেজ বক্সে ডাক নাম রাখা যাবে: মেটা এখন ব্যবহারকারীদের চ্যাট বক্সে বন্ধুদের ডাকনাম লেখারও সুযোগ দেবে ৷ এর সহায্যে ব্যবহারকারীরা চ্যাটবক্সে সহজেই বন্ধুকে যে নামে ডাকেন সেটি যোগ করতে পরবেন ৷ এই ডাকনাম শুধুমাত্র ব্যক্তিগত চ্যাটের ক্ষেত্রেই দৃশ্যমান হবে ৷ গ্রুপ চ্যাট বা সর্বজনীন ইনস্টাগ্রাম প্রোফাইলগুলিকে দেখা যাবে না। চ্যাটের মধ্যে ফোন নম্বর আপডেট করা যাবে ৷ সেটির উপর ব্যবহারকারীর সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে পারবেন । ফলোয়ার ও ফলোইং লিস্টে থাকা ব্যাক্তিরাই শুধুমাত্র ফোন নম্বর দেখতে পারবেন ।
এবার দেখে নেওয়া যাক কীভাবে নতুন ফিচার নাম পরিবর্তন করবেন
- প্রথমে চ্যাট বক্সের নামের উপর ট্যাপ করতে হবে
- এরপর ডাক নাম নির্বাচন করতে হবে
- আপনি যার ফোন নম্বরে কল করতে চান তাকেও নির্বাচন করুতে পারবেন
মেসেজে লোকেশন শেয়ার কীভাবে করবেন
- সহজেই কোনও ব্যক্তির সঙ্গে যোগাযোগ করতে পারেন তার জন্য 'লাইভ লোকেশন শেয়ার' চালু করা হয়েছে। এটি ব্যবহার করে সহজেই নিজেদের গন্তব্যে পৌঁছতে পারবেন ব্যবহারকারীরা ।
- 1 ঘণ্টা পর্যন্ত এই লাইভ অবস্থান শেয়ার করতে পারবেন ব্যবহারকারীরা
- লোকেশন শেয়ার থেকে নিকনেম সব কিছুই ব্যক্তিগত এবং গ্রুপ চ্যাট সীমাবদ্ধ থাকবে
- ব্যবহারকারী চাইলে লাইভ লোকেশন শেয়ারিং বন্ধ করতে পারবেন
- এই ডিফল্ট স্তরে, শুধুমাত্র আপনি যাদের সঙ্গে শেয়ার করেন তারাই লাইভ অবস্থান দেখতে পাবেন
- এই সপ্তাহ থেকে ব্যবহার করতে পারবেন নতুন সমস্ত বৈশিষ্ট্য ৷ কিন্তু লাইভ লোকেশন শেয়ারিং-এর সুবিধা ভারত-সহ নির্দিষ্ট কিছু দেশে সীমাবদ্ধ।