পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

সমালোচনা পাশ কাটিয়ে প্রি-কোয়ার্টারে দীপিকা, রাতে নামছেন তরুণদীপ - PARIS OLYMPICS 2024 - PARIS OLYMPICS 2024

Deepika Kumari Enters Pre-QF: দলগত ইভেন্টের ব্যর্থতা ভুলে ব্যক্তিগত ইভেন্টের প্রি-কোয়ার্টারে তিরন্দাজ দীপিকা কুমারী ৷ বুধবার একঘণ্টার মধ্যে জোড়া জয় তুলে নিলেন এস্তোনিয়া এবং নেদারল্যান্ডস প্রতিদ্বন্দ্বীর বিরুদ্ধে ৷

Deepika Kumari
দীপিকা কুমারী (AP Photo)

By ETV Bharat Sports Team

Published : Jul 31, 2024, 6:21 PM IST

প্যারিস, 31 জুলাই:এই নিয়ে চতুর্থবার অলিম্পিক্সে অংশগ্রহণ করছেন তিনি ৷ তাঁকে নিয়ে প্রত্যেকবারই তৈরি হয় প্রত্যাশার ফানুস ৷ কিন্তু সেই প্রত্যাশায় সিলমোহর পড়েনি এখনও পর্যন্ত ৷ চলতি প্য়ারিস অলিম্পিক্সও তার অন্যথা নয় ৷ রিকার্ভ ব়্যাংকিং ইভেন্টের পর দলগত ইভেন্টে সরাসরি কোয়ার্টার ফাইনালের যোগ্যতা অর্জন করলেও শুরুতেই বিদায় নেয় দেশের মহিলা তিরন্দাজি দল ৷ আর দলের সবচেয়ে অভিজ্ঞ সদস্য হওয়ার কারণে রোষ গিয়ে পড়ে দীপিকা কুমারীর উপর ৷ যদিও নিন্দুকদের কথায় কান না-দিয়ে বুধবার ব্যক্তিগত ইভেন্টের 1/8 এলিমিনেশনে (প্রি-কোয়ার্টার ফাইনাল) পৌঁছে গেলেন দেশের অভিজ্ঞ মহিলা তিরন্দাজ ৷

এদিন একঘণ্টার মধ্যে দু'টি ম্যাচ জিতে নিলেন 'সুপার-মম' দীপিকা ৷ প্রথমে 1/32 এলিমিনেশন রাউন্ডে এস্তোনিয়ার প্রতিদ্বন্দ্বী এবং পরবর্তীতে ডাচ প্রতিদ্বন্দ্বীকে হারিয়ে 1/8 এলিমিনেশন রাউন্ডে জায়গা করে নিলেন দীপিকা ৷ যদিও এস্তোনিয়ার রিনা পারনাতকে শুট-অফে (6-5) পরাস্ত করেন ভারতীয় তিরন্দাজ ৷ শুট অফে দীপিকা 9 পয়েন্ট স্কোর করলে পালটা 8 ছোড়েন পারনাত ৷ সবমিলিয়ে রুদ্ধশ্বাস ম্যাচ জেতেন দীপিকা ৷

তুলনায় 1/16 এলিমিনেশন রাউন্ডে অপেক্ষাকৃত সহজ জয় আসে ভারতীয় তিরন্দাজের ৷ নেদারল্যান্ডসের কুইন্টি রোয়েফেনকে 6-2 ব্যবধানে হারিয়ে দেন দীপিকা ৷ দলগত বিভাগে নেদারল্যান্ডসের কাছে হেরে ছিটকে যেতে হয় ভারতকে ৷ সেই দলের সদস্যা রোয়েফেনকে ব্যক্তিগত ইভেন্টে হারিয়ে একপ্রকার বদলা নিলেন ভারতীয় ৷ যদিও 12টি শটের মধ্যে মাত্র মাত্র তিনটিতে 10 স্কোর করেন দীপিকা ৷ যা পরবর্তী পর্বের আগে খানিকটা উদ্বেগের ৷ 1/8 এলিমিনেশন রাউন্ডে জার্মানির মাইকেল ক্রপেনের মুখোমুখি হবেন দীপিকা ৷

পুরুষদের 1/32 এলিমিনেশন রাউন্ডে আজ রাতেই নামছেন ভারতের তরুণদীপ রাই ৷ তাঁর প্রতিদ্বন্দ্বী যুক্তরাজ্যের টম হ্যাল ৷ সেই ম্যাচ জিতে তাঁর কাছেও সুযোগ থাকছে 1/16 এলিমিনেশন রাউন্ডে যোগ্যতা অর্জনের ৷ (পিটিআই ইনপুট)

ABOUT THE AUTHOR

...view details