হায়দরাবাদ, 21 ডিসেম্বর: ভারতীয় সিনেমা বিশেষ করে তেলুগু ছবির প্রতি ডেভিড ওয়ার্নারের ভালোবাসার কথা অনুরাগীদের অজানা নয় ৷ আরও ভালো করে বললে আল্লু অর্জুন অভিনীত 'পুষ্পা' ছবির প্রতি অজি ক্রিকেটার তাঁর অনুরাগের কথা ব্যক্ত করেছেন আগেই ৷ 'পুষ্পা' ছবিতে আল্লুর সিগ্নেচার স্টাইল নকল করে রিলস-ও বানাতে দেখা গিয়েছে সম্প্রতি আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানানো অজি ক্রিকেটারকে ৷ সেই ওয়ার্নারই কি 'ক্যামিও' করছেন পুষ্পা'র সিক্যুয়েলে ? এমনই জল্পনা নেটপাড়ায় ৷
ওয়ার্নারকে ভিন্ন অবতারে দেখে জল্পনার সূত্রপাত হয়েছে নেটপাড়ায় ৷ যেখানে অজি মারকুটে ব্যাটারকে দেখা যাচ্ছে গ্যাংস্টার বেশে ৷ সাদা শার্ট, সাজা ট্রাউজার; হাতে সোনালি রঙের বন্দুক আর চোখে সানগ্লাস ৷ সম্প্রতি এমন বেশেই মেলবোর্নে একটি ছবির শুটিংয়ে দেখা গিয়েছে বলে সেদেশের বিভিন্ন সংবাদমাধ্যমে রিপোর্ট প্রকাশিত হয়েছে ৷ এমনকী ওয়ার্নার যে উপমহাদেশীয় কোনও ছবির শুটিং সেরেছেন, তাও বলা হয়েছে সেইসব রিপোর্টে ৷ তারপরই নেটপাড়ায় জল্পনা তাহলে প্রিয় অভিনেতা আল্লু অর্জুনের আসন্ন 'পুষ্পা দ্য রুল' ছবিতেই ক্য়ামিও করছেন ওয়ার্নার ৷