চেন্নাই, 29 এপ্রিল: চিপকে সানরাইজার্স হায়দরাবাদকে 78 রানে হারাল চেন্নাই সুপার কিংস ৷ রানের নিরিখে চলতি আইপিএলে প্রথম তিনে রয়েছে ট্র্য়াভিস হেডের হায়দরাবাদ ৷ সেই দলকে বড় রানের ব্যবধানে হারিয়ে 3 নম্বরে উঠে এল ধোনির চেন্নাই ৷ এদিনের ম্যাচে প্রথমে ব্যাট করতে নেমে অধিনায়ক রুতুরাজ গায়কোয়াড় 98 রান করেন ৷ পরে রান তাড়া করতে নেমে হায়দরাবাদকে থামিয়ে দেন হলুদব্রিগেডের তুষার দেশপাণ্ডে ৷ 4 উইকেট নিয়ে প্রতিপক্ষ ব্যাটারদের একের পর এক ডাগ-আউটে ফেরান ৷ ঘরের মাঠে 18.5 ওভারে 134 রানে গুটিয়ে যায় প্যাট কামিন্সের সানরাইজার্স হায়দরাবাদ ৷ এই জয়ে লিগ টেবিলে তিন নম্বরে উঠে এল সিএসকে ৷
রবিবার টস জিতে চেন্নাইকে ব্যাট করতে পাঠিয়েছিলেন হায়দরাবাদ অধিনায়ক প্যাট কামিন্স। চেন্নাই ঘরের মাঠে 212 রান তোলে ৷ কিন্তু অপরপক্ষে যখন বিধ্বংসী ব্যাটার ট্র্যাভিস হেড রয়েছেন আর দলটা হায়দরাবাদ তখন এই রান তাঁদের কাছে তোলাটা খুব একটা অসুবিধা হবে না, এমনটাই ভেবেছিলেন অনেকে ৷ কিন্তু এর ঠিক বিপরীতটা করে দেখালেন চেন্নাই পেসার তুষার দেশপাণ্ডে ৷ 3 ওভারে 27 রান দিয়ে 4টি উইকেট তুলে নেন তিনি ৷ হায়দরাবাদকে থামাতে তাঁকে সঙ্গ দেন মুস্তাফিজুর রহমান ৷ 2টি উইকেট তুলে নেন তিনিও ৷ আরও দু'টি উইকেট নিয়ে ব্যাটারদের সাজঘরমুখো করেন মাথিসা পাথিরানা ৷ একটি করে উইকেট নেন রবীন্দ্র জাদেজা ও শার্দূল ঠাকুর ৷