প্যারিস, 28 জুলাই: অলিম্পিক্সে বড়সড় শাস্তির মুখে কানাডা মহিলা ফুটবল দল ৷ ড্রোন কাণ্ডের জেরে 6 পয়েন্ট তো কাটা গেলই, পাশাপাশি মহিলা দলের কোচকে একবছর নিষিদ্ধ ঘোষণা করল ফিফা ৷ ফলত, 'দ্য গ্রেটেস্ট শো অন আর্থ'-এ কানাডার সোনা ধরে রাখার কাজ যে অনেকটাই কঠিন হয়ে গেল, তা আর বলার অপেক্ষা রাখে না ৷
কোচকে ব্যান, পয়েন্ট কেটে নেওয়াতেই শেষ নয় ৷ শৃঙ্খলাভঙ্গের দায়ে কানাডা ফুটবল ফেডারেশনকে মোটা অঙ্কের জরিমানা করেছে বিশ্ব ফুটবলের গভর্নিং বডি ৷ যা ভারতীয় মুদ্রায় প্রায় 2 কোটি টাকার মত ($226,000) ৷ কানাডা মহিলা ফুটবল দলের দুই সহকারী কোচের বিরুদ্ধে অভিযোগ, তাঁরা প্রতিযোগিতার প্রথম ম্যাচে প্রতিপক্ষ নিউজিল্য়ান্ডের বিরুদ্ধে নামার আগে স্ট্র্য়াটেজি জানতে তাঁদের প্রস্তুতির উপর ড্রোন উড়িয়েছেন ৷ যদিও কেটে নেওয়া পয়েন্টের পরিপ্রেক্ষিতে কানাডা ফুটবল এবং সেদেশের অলিম্পিক্স কমিটি আবেদন জানাবে বলে সূত্রের খবর ৷ উল্লেখ্য, গ্রুপ পর্বের প্রথম ম্যাচে কিউয়িদের 2-1 গোলে হারিয়েছে কানাডা ৷