পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

ক্লাব খেলতে ভিনরাজ্যের ক্রিকেটারদের দিতে হবে ব্যাঙ্কের নথি, কড়া নিয়ম আনছে সিএবি - CAB NEW RULE

ভিনরাজ্যের ক্রিকেটারদের ক্লাব ক্রিকেট খেলায় লাগাম টানতে উদ্যোগী সিএবি ৷ নয়া আইন প্রণয়নের পথে রাজ্য ক্রিকেট সংস্থা ৷

SNEHASHIS GANGULY
স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায় (ETV Bharat)

By ETV Bharat Sports Team

Published : Feb 11, 2025, 11:30 AM IST

কলকাতা, 11 ফেব্রুয়ারি: ক্লাব ক্রিকেটে ভিনরাজ্যের ক্রিকেটার না-খেলানোর ব্যাপারে কড়া পদক্ষেপ নিতে চলেছে রাজ্য ক্রিকেট সংস্থা। আগামী 2 মার্চ সিএবি'তে বিশেষ সাধারণ সভা। সেখানে বেশ কয়েকটি বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি ক্লাব ক্রিকেটে ভিনরাজ্যের ক্রিকেটারের খেলার ব্যাপারে কড়া নিয়ম চালু হতে চলেছে। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্য়ায় জানিয়েছেন, ভিনরাজ্যের কোনও ক্রিকেটার কলকাতার কোনও ক্লাবে খেলতে চাইলে এতদিন নিয়মের কড়াকড়িতে পড়তে হত না সেভাবে। নতুন নিয়মে ভিনরাজ্যের কোনও ক্রিকেটারকে বাংলায় খেলতে হলে প্যান কার্ড, আধার কার্ড এবং সংশ্লিষ্ট ক্রিকেটার কিংবা তাঁর বাবা-মায়ের তিন বছরের ব্যাঙ্ক স্টেটমেন্ট জমা দেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে।

এই নিয়ম মানার মধ্যেই সংশ্লিষ্ট ক্রিকেটারের বাংলা-যোগের ছবি সামনে আসবে বলে মনে করছে সিএবি। বিশেষ সাধারণ সভায় এই নিয়ম পাশ করানোর পরে সুপ্রিম কোর্ট থেকেও নির্দেশ আকারে তা নিয়ে আসা হবে। কলকাতার ক্লাব ক্রিকেটে ভিনরাজ্যের ক্রিকেটার খেলানো এখন জলভাত। নতুন আইন প্রণয়নে ক্লাবগুলো বাধা দিতে পারে জেনেও সিএবি এক্ষেত্রে কঠোর। ফলে প্রয়োজনে ভোটাভুটি করেও সব বাধা দূর করার জন্য যেতে প্রস্তুত রাজ্য ক্রিকেট সংস্থা।

প্রতিটি রাজ্য সংস্থায় অম্বুডসম্যান নিয়োগ এখন বাধ্যতামূলক। আসন্ন বিশেষ সাধারণ সভায় নয়া অম্বুডসম্যানের নামই চূড়ান্ত হবে। যে দৌড়ে এগিয়ে রয়েছেন প্রাক্তন বিচারপতি জ্যোতির্ময় ভট্টাচার্য। এদিকে হরিয়ানার বিরুদ্ধে ইডেনে বেকায়দা পরিস্থিতি থেকে মুম্বই শুধু ঘুরে দাঁড়ায়নি, সেমিফাইনালের টিকিট নিশ্চিত করার পথে। শার্দূল ঠাকুর প্রশংসা করেছেন দলের ক্রিকেটারদের মানসিকতার। যা দেখে বাংলা দলের আত্মসমর্পণের ঢং নিয়ে কর্তারা সরব। সিএবি প্রেসিডেন্ট স্নেহাশিস গঙ্গোপাধ্যায় বলছেন, "মানসিকভাবে চিরকালই মুম্বই কড়া। বাংলার ক্রিকেটের খোলনলচে বদলাতে পদক্ষেপ নেওয়া হবে। দ্রুত রিভিউ মিটিং ডাকা হবে।" সূত্রের খবর, তার আগে সিএবি প্রেসিডেন্ট নাকি নিজেই ক্রিকেটারদের পারফরম্যান্সের পর্যালোচনা করছেন ৷

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details