কলকাতা, 30 নভেম্বর: ফুটবলারদের ট্রান্সফার এবং স্ট্যাটাস সংক্রান্ত বিষয়ের নিয়মে পরিবর্তন আনতে চলেছে ফিফা । বর্তমানে সারা বিশ্বে চলা ফুটবলারদের ট্রান্সফার সংক্রান্ত যাবতীয় মামলায় স্থগিতাদেশ দিল ফিফা । ফলে আনোয়ার আলিকে নিয়ে আপাতত কোনও সিদ্ধান্ত নিতে পারবে না সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটি ।
প্রসঙ্গত আজই আনোয়ার আলি ইস্যুতে বৈঠক হওয়ার কথা ছিল ফেডারেশনের প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির । ফিফার এই নির্দেশে স্বাভাবিকভাবেই জল্পনা তৈরি হয়েছে । কারণ ফেডারেশন কী করবে সেটাই দেখার । ইতিমধ্যে এই বিষয়টি নিয়ে এক্স হ্যাণ্ডেলে লিখেছেন রঞ্জিত বাজাজ । ফিফার বিজ্ঞপ্তিতে তা দেওয়া রয়েছে ।
শুক্রবার আইএসএলে প্রথম জয় পেয়েছে ইস্টবেঙ্গল । তার পরেরদিনই এই খবর সামনে এসেছে । আনোয়ার আলির ব্যাপারে এআইএফএফ কোনও সিদ্ধান্ত নিতে পারবে না বলে জানিয়ে দিল বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা । চলতি মরশুমেই ইস্টবেঙ্গলে সই করেন ভারতীয় দলের এই ডিফেন্ডার । তাঁর ট্রান্সফার নিয়ে ভারতীয় ফুটবলে শোরগোল পড়ে যায় । মোহনবাগান দাবি করে, আনোয়ার তাদের ফুটবলার । ইস্টবেঙ্গলও একই দাবিতে অনড় থাকে । বিষয়টি সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির কাছে যায় । তবে এর মধ্যে ফিফার নতুন সিদ্ধান্তে আপাতত স্বস্তিতে লাল-হলুদ ।