মেলবোর্ন, 1 ফেব্রুয়ারি: মহিলাদের অ্যাশেজ টেস্টে ইতিহাস গড়লেন অজি ব্য়াটার বেথ মুনি ৷ শনিবার আইকনিক মেলবোর্নে অ্যাশেজ টেস্টের তৃতীয়দিন শতরান এল অজি স্টাম্পার-ব্যাটারের থেকে ৷ সেইসঙ্গে দেশের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে তিন ফরম্যাটেই সেঞ্চুরি হাঁকানোর নজির গড়লেন মুনি ৷ তিন ফরম্যাটেই শতরানের নজির রয়েছে ইংল্যান্ডের হিথার নাইট, ট্যামি বিউমন্ট এবং দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ডটের ঝুলিতে ৷ এমসিজি'তে প্রথম টেস্ট শতরান হাঁকিয়ে তাঁদের সঙ্গেই এলিট ক্লাবে মুনি ৷
একমাত্র অ্যাশেজ টেস্টের তৃতীয়দিন মুনির ব্যাট থেকে এল 173 বলে 106 রান ৷ মারলেন সাতটি চার ৷ তাঁর ব্যাটে প্রথম ইনিংসে লিড বাড়িয়ে 270 রানে নিয়ে যায় অস্ট্রেলিয়া ৷ 2017 আন্তর্জাতিক অভিষেকের পর থেকে সাদা এবং লাল বলে অস্ট্রেলিয়া দলের গুরুত্বপূর্ণ সদস্য মুনি ৷ আটটি টেস্ট ম্যাচে তাঁর নামের পাশে রয়েছে চারটি অর্ধশতরানও ৷ মেলবোর্নে এদিন আন্তর্জাতিক কেরিয়ারের ষষ্ঠ শতরানটি পূর্ণ করেন উইকেটরক্ষক-ব্যাটার ৷
মুনির পাশাপাশি এদিন ব্যাট হাতে নজির গড়েলেন আরেক অজি ব্যাটার অ্য়ানাবেল সাদারল্যান্ড ৷ টেস্ট ক্রিকেটে স্বপ্নের ফর্ম জারি রেখে 258 বল খেলে 163 রান এল তাঁর ব্যাটে ৷ বিশ্বের প্রথম মহিলা ক্রিকেটার হিসেবে মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে টেস্ট শতরান এল সাদারল্যান্ডের ব্যাটে ৷ এখানেই শেষ নয় ৷ বেটি উইলসন এবং জিল কেনারের রেকর্ড ছুঁয়ে দেশের সর্বাধিক টেস্ট শতরানকারী (3) হলেন তিনি ৷ সাদারল্যান্ডের ইনিংসে ছিল 21টি চার এবং 1টি ছয় ৷ মুনি এবং সাদারল্যান্ডের জোড়া শতরানে ভর করে একমাত্র অ্য়াশেজ টেস্টে ইনিংসে জয় পেল অজিরা ৷
দ্বিতীয় ইনিংসেও মুখ থুবড়ে পড়ল ইংল্যান্ডের ব্য়াটিং ৷ আলানা কিং এবং অ্যাশলে গার্ডনারের স্পিনের সামনে তাসের ঘরের মত ভেঙে পড়ল সফরকারী দলের ইনিংস ৷ প্রথম ইনিংসে অল্পের জন্য না-হলেও দ্বিতীয় ইনিংসে পাঁচ উইকেট নিলেন কিং ৷ সিরিজের সেরাও তিনি ৷ চার উইকেট গেল গার্ডনারের ঝুলিতে ৷ দ্বিতীয় ইনিংসে 148 রানে গুটিয়ে গেল ইংল্যান্ড ৷ ইনিংস এবং 122 রানে একমাত্র টেস্ট জিতে ইংল্যান্ডকে ক্লিন স্যুইপ করল ব্যাগি গ্রিন ৷ এর আগে তিনম্যাচের ওডিআই এবং টি-20 সিরিজেও সবক'টি ম্যাচ জিতেছিল অজিরা ৷ সবমিলিয়ে 16-0 পয়েন্টের ব্যবধানে অ্যাশেজ ধরে রাখল অস্ট্রেলিয়ার ঘরে ৷