কলকাতা, 10 ফেব্রুয়ারি: ঋদ্ধিমান সাহা এবং মহম্মদ শামির পর ফের বাংলা দল থেকে দুই ক্রিকেটার একইসঙ্গে ভারতীয় দলের ড্রেসিংরুমে ৷ ঘরের মাঠে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ টেস্টের সিরিজের বাকি তিন ম্যাচের জন্য দল ঘোষণা করল নির্বাচক কমিটি ৷ 17 জনের সেই দলে ডাক পেলেন বাংলার মিডিয়াম পেসার আকাশ দীপ ৷
প্রথম দু'টি টেস্টে ইতিমধ্যে ভারত ও ইংল্যান্ড একটি করে ম্যাচ জিতেছে ৷ ফলে বাকি তিনটি টেস্টে সিরিজের ভাগ্য নির্ধারণ হবে ৷ সিরিজের বাকি ম্যাচগুলিতেও খেলবেন না বিরাট কোহলি ৷ তবে, রবীন্দ্র জাদেজা এবং কেএল রাহুলকে নিয়ে জল্পনা জিইয়ে রাখলেন নির্বাচকরা ৷ দু’জনকে দলে রাখা হলেও, তাঁদের ফিটনেস নিয়ে বোর্ডের মেডিক্যাল টিম সবুজ সংকেত দিলে স্কোয়াডে যোগ দেবেন তাঁরা ৷ অন্যদিকে বোর্ড সূত্রে খবর, শ্রেয়স আইয়ারের পিঠ ও কুঁচকিতে টান ধরায় তিনি বাকি সিরিজে খেলতে পারবেন না ৷
15 ফেব্রুয়ারি রাজকোটে নতুন নামাঙ্করণ হতে চলা নিরঞ্জন শাহ ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট ৷ সেই টেস্টের আগে ঘোষিত ভারতীয় দলে সুযোগ পেলেন বাংলার ক্রিকেটার আকাশ দীপ ৷ এই মুহূর্তে বাংলা দলের হয়ে কেরলে রঞ্জি ট্রফি খেলতে ব্যস্ত আকাশদীপ ৷ বাংলা দলে যোগ দেওয়ার আগে ভারতীয় 'এ' দলের হয়ে খেলছিলেন তিনি ৷ উল্লেখ্য, আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে খেলার সময় কোহলির সঙ্গে ড্রেসিংরুম শেয়ার করার সুযোগ হয়েছে আকাশ দীপের ৷ তিনি জানিয়েছিলেন, বিরাট ড্রেসিংরুমে খুবই আন্তরিক একজন মানুষ ৷