পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

লক্ষ্মীরতনের কোচিং, সৌরভের আস্থায় আইপিএলে নজর টানছেন অভিষেক - IPL 2024 - IPL 2024

Laxmi Ratan Shukla on Abishek Porel: বাংলার তরুণ উইকেটরক্ষক ব্যাটার দুরন্ত ফর্মে ৷ দিল্লি ক্যাপিটালসের হয়ে ওপেনিংয়ে নেমে ঝোড়ো ইনিংস খেলেন রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে ৷ যদিও আইপিএলে এবার বিভিন্ন জায়গায় ব্যাট করছেন তিনি। টপ অর্ডারে ব্যাট করছেন, আবার লোয়ার অর্ডারেও নেমেছেন। আর অভিষেকের এহেন পারফরম্যান্সে উচ্ছ্বসিত বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা ৷ সেইসঙ্গে সৌরভ গঙ্গোপাধ্যায়ের আস্থায় আইপিএলে নজর টানছেন অভিষেক বলেও জানালেন তিনি ৷

Laxmi Ratan Shukla on Abishek Porel
আইপিএলে নজর টানছেন অভিষেক (ইটিভি ভারত)

By ETV Bharat Bangla Team

Published : May 9, 2024, 8:34 AM IST

Updated : May 9, 2024, 9:45 AM IST

কলকাতা, 9 মে: লক্ষ্মী স্যরের কোচিংয়ে বাংলার ক্রিকেটারদের উত্তরণের শিক্ষা। বাংলা দলের প্রাক্তন অধিনায়ক এবং বর্তমান কোচ লক্ষ্মীরতন শুক্লা দায়িত্ব নেওয়ার পরে সার্বিকভাবে ক্রিকেটারদের গড়ে তোলার কাজ করে চলেছেন। তাঁর স্পট বোলিং কোচিং ভারতীয় দলে খেলার সময় মুকেশ কুমার, আকাশদীপদের কাজে লেগেছে। এবার আইপিএলের আসরে লক্ষ্মীরতন শুক্লার কোচিংয়ে নিজেকে শাণিত করা অভিষেক পোড়েল নজর টানছেন।

আইপিএল বাংলা ক্রিকেটারদের সংখ্যা নেহাতই কম। কলকাতা নাইট রাইডার্স দলে একজনও নেই। অন্যান্য ফ্র্যাঞ্চাইজিতে রয়েছেন গুটিকয়েক বঙ্গতনয় । তাঁদের মধ্যেই এবার আলাদা করে নিজেকে মেলে ধরেছেন বাংলা দলের উইকেটকিপার-ব্যাটসম্যান অভিষেক পোড়েল। "দেখ বাংলার ক্রিকেটাররা যে যোগ্য সে ব্যাপারে আমার কোনও সন্দেহ নেই। এর আগেও ছিলও না। অভিষেককে আমি মাথা ঠান্ডা রেখে নিজেকে প্রয়োগ করার কথা বলেছিলাম। আর ও তা করছে দেখে আমার ভালো লাগছে," বলছিলেন লক্ষ্মীরতন ৷

তাঁর আরও সংযোজন, "আমাদের রাজ্য থেকে আগামী দিনে আরও অনেক নতুন প্রতিভা উঠে আসবে। সে ব্যাপারে আমি নিশ্চিত।" প্রায় একইসঙ্গে যোগ করেন, "সুযোগ পাওয়াটা জরুরি। অভিষেককে আমরা তৈরি করেছি। সৌরভ গঙ্গোপাধ্যায় সুযোগ দিচ্ছেন। ফলে সৌরভের মতো ক্রিকেটারের ভরসা অভিষেককে মানসিকভাবে চাঙ্গা করছে। আত্মবিশ্বাসী করছে। অনুপ্রাণিত করছে।"

চলতি আইপিএলে অভিষেক পোড়েল দিল্লি ক্যাপিটালসের হয়ে খেলছেন। দিল্লি দলের সঙ্গে ক্রিকেট অ্যাডভাইসার হিসেবে যুক্ত রয়েছেন সৌরভ গঙ্গোপাধ্যায়। প্রস্তুতি শিবির থেকে আইপিএলের মঞ্চ, বাংলার উইকেটরক্ষক ব্যাটারের পাশে দাঁড়িয়েছেন সৌরভ। বেশ কয়েকটি ম্যাচে তিন নম্বরে ব্যাট করেছেন অভিষেক। মঙ্গলবার রাজস্থান রয়্যালসের বিরুদ্ধে মরণ-বাঁচন ম্যাচে ইনিংস গোড়াপত্তন করতে নেমেছিলেন। মূলত তাঁর ব্যাটে ভর করেই রাজস্থানকে হারায় দিল্লি।

36 বলে 65 রান করেছেন অভিষেক। বাংলার কোচ লক্ষ্মীরতন শুক্লা অভিষেকের এই পারফরম্যান্সে উচ্ছ্বসিত। প্রসঙ্গত, ঘরোয়া ক্রিকেটে লক্ষ্মী প্রথম অভিষেককে ওপেনিং করতে পাঠান। দিনের পর দিন লক্ষ্মী পড়ে থেকেছেন বাংলার এই তরুণ উইকেটকিপার-ব্যাটসম্যানকে নিয়ে। আলাদা করে ঘণ্টার পর ঘণ্টা প্র্যাকটিস করিয়েছেন তাঁকে। হয়তো তারই সুফল পাচ্ছেন অভিষেক। আশা জাগছে বাংলার ক্রিকেটে।

আরও পড়ুন:

  1. আম্পায়ারিং বিতর্কে 'রয়্যলস বধ' করে প্লে-অফের আশা বাঁচিয়ে রাখল দিল্লি ক্যাপিটালস
  2. 'ওর কাছে আমার রেকর্ডও নিরাপদ নয়', যশস্বীকে দরাজ সার্টিফিকেট লারার
  3. প্যারিস অলিম্পিকসে 4x400 মিটার রিলেতে ভারতের মহিলা ও পুরুষ দলের যোগ্যতা অর্জন
Last Updated : May 9, 2024, 9:45 AM IST

ABOUT THE AUTHOR

...view details