কলকাতা, 9 মে: লক্ষ্মী স্যরের কোচিংয়ে বাংলার ক্রিকেটারদের উত্তরণের শিক্ষা। বাংলা দলের প্রাক্তন অধিনায়ক এবং বর্তমান কোচ লক্ষ্মীরতন শুক্লা দায়িত্ব নেওয়ার পরে সার্বিকভাবে ক্রিকেটারদের গড়ে তোলার কাজ করে চলেছেন। তাঁর স্পট বোলিং কোচিং ভারতীয় দলে খেলার সময় মুকেশ কুমার, আকাশদীপদের কাজে লেগেছে। এবার আইপিএলের আসরে লক্ষ্মীরতন শুক্লার কোচিংয়ে নিজেকে শাণিত করা অভিষেক পোড়েল নজর টানছেন।
আইপিএল বাংলা ক্রিকেটারদের সংখ্যা নেহাতই কম। কলকাতা নাইট রাইডার্স দলে একজনও নেই। অন্যান্য ফ্র্যাঞ্চাইজিতে রয়েছেন গুটিকয়েক বঙ্গতনয় । তাঁদের মধ্যেই এবার আলাদা করে নিজেকে মেলে ধরেছেন বাংলা দলের উইকেটকিপার-ব্যাটসম্যান অভিষেক পোড়েল। "দেখ বাংলার ক্রিকেটাররা যে যোগ্য সে ব্যাপারে আমার কোনও সন্দেহ নেই। এর আগেও ছিলও না। অভিষেককে আমি মাথা ঠান্ডা রেখে নিজেকে প্রয়োগ করার কথা বলেছিলাম। আর ও তা করছে দেখে আমার ভালো লাগছে," বলছিলেন লক্ষ্মীরতন ৷
তাঁর আরও সংযোজন, "আমাদের রাজ্য থেকে আগামী দিনে আরও অনেক নতুন প্রতিভা উঠে আসবে। সে ব্যাপারে আমি নিশ্চিত।" প্রায় একইসঙ্গে যোগ করেন, "সুযোগ পাওয়াটা জরুরি। অভিষেককে আমরা তৈরি করেছি। সৌরভ গঙ্গোপাধ্যায় সুযোগ দিচ্ছেন। ফলে সৌরভের মতো ক্রিকেটারের ভরসা অভিষেককে মানসিকভাবে চাঙ্গা করছে। আত্মবিশ্বাসী করছে। অনুপ্রাণিত করছে।"