মুম্বই, 11 মার্চ: সবকিছু ঠিক থাকলে বাংলাদেশ সিরিজেই মাঠে ফিরবেন মহম্মদ শামি ৷ দলের তারকা পেসারকে নিয়ে বড় আপডেট দিলেন বিসিসিআই সভাপতি জয় শাহ ৷ এই মুহূর্তে অ্যাকিলিস টেন্ডন (পায়ের পেছনের দিকের পেশি) ও গোড়ালির চোটে মাঠের বাইরে রয়েছেন বাংলার জোরে বোলার ৷
বিশ্বকাপের প্রথম দিকে একাদশে সুযোগ পাননি ৷ হার্দিক পান্ডিয়া চোটে ছিটকে যাওয়ার পর মাঠে নেমে নিজেকে উজার করে দিয়েছিলেন বাংলার বোলার ৷ অনবদ্য পারফর্ম্যান্সে বিশ্বকাপে একাধিক রেকর্ডও পকেটে পুরেছিলেন শামি ৷ তারপর থেকেই ভুগছেন গোড়ালির চোটে ৷ সদ্য অস্ত্রোপচার হয়েছে ৷ ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজে ছিলেন না, নামা হবে না আইপিএলেও ৷
সেপ্টেম্বরে দু’টি টেস্ট ও তিনটি টি-20 ম্যাচ খেলতে ভারতে আসছে বাংলাদেশ ৷ ওই সিরিজেই মাঠে ফিরতে পারেন শামি ৷ জয় শাহ বলেন, ‘‘অস্ত্রোপচার শেষে দেশে ফিরে এসেছে শামি ৷ সবকিছু ঠিক থাকলে বাংলাদেশের বিরুদ্ধেই মাঠে নামবে ৷’’ একই সঙ্গে শাহ জানিয়েছেন, রিহ্যাব শুরু করেছেন কেএল রাহুলও ৷ আইপিএলেই মাঠে ফিরবেন কর্ণাটকী ব্যাটার ৷ ভারতীয় ক্রিকেটের সর্বোচ্চ নিয়ামক সংস্থার সচিবের এই ঘোষণার পর স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন ভক্তরা ৷