পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

বোর্ডের নয়া অবস্থানে খর্ব কোচের স্বাধীনতা, কড়া নির্দেশ ক্রিকেটারদের স্ত্রী-বান্ধবীদের! - BCCI NEW GUIDELINES

কড়া ব্যবস্থা গ্রহণের পথে বিসিসিআই ৷ এবার থেকে চাইলেই ইচ্ছেমত ক্রিকেটারদের সঙ্গে বিদেশ সফরে থাকতে পারবেন না স্ত্রী'রা ৷

INDIAN CRICKET TEAM
ক্রিকেটারদের স্ত্রী-বান্ধবীদের নয়া নির্দেশিকা (ANI)

By ETV Bharat Sports Team

Published : Jan 14, 2025, 12:11 PM IST

Updated : Jan 14, 2025, 12:37 PM IST

মুম্বই, 14 জানুয়ারি: বিদেশ সফরে এবার থেকে ক্রিকেটারদের সঙ্গে চাইলেই পুরো সময়টা থাকতে পারবেন না তাঁদের স্ত্রী-বান্ধবী কিংবা সন্তানরা ৷ অস্ট্রেলিয়ায় বর্ডার-গাভাসকর ট্রফি হারের পর কড়া অবস্থান স্পষ্ট করার পথে বোর্ড ৷ এমনিতেই ক্য়াঙারুর দেশে সিরিজ হার এবং সেইসঙ্গে ডব্লিউটিসি ফাইনালের যোগ্যতা অর্জনে ব্যর্থ হওয়ার ময়নাতদন্ত চলছে ভিতর ভিতর ৷ তার মধ্যে এই নয়া নির্দেশিকার খবর বেশ ইঙ্গিতবহ ৷

ইন্ডিয়া ট্যুডে-সহ বিভিন্ন সংবাদমাধ্যমের রিপোর্ট অনুসারে, 45 দিন বা তার বেশিদিনের সফর হলে ভারতীয় ক্রিকেটারদের স্ত্রী-বান্ধবীদের কেবল দু'সপ্তাহ সঙ্গে থাকার অনুমতি দেওয়া হবে ৷ বোর্ডের সূত্র ইন্ডিয়া ট্যুডে'কে জানিয়েছে, কোনও ব্য়ক্তিগত যান ব্যবহার করা যাবে না ৷ দলের অনুশীলনে সকল ক্রিকেটারদের টিম বাসে যাওয়ার বিষয়টি বাধ্যতামূলক করা হচ্ছে ৷ শুধু কি তাই? নির্দিষ্ট একটি ওজনের পর বিমানযাত্রায় অতিরিক্ত ব্য়াগেজের জন্য এবার থেকে অতিরিক্ত অর্থ প্রদান করতে হতে পারে বিরাট কোহলি-জসপ্রীত বুমরাদের ৷ ছোট সফরের জন্য ক্রিকেটারদের স্ত্রী-বান্ধবীদের মাত্র এক সপ্তাহই থাকার অনুমতি দেওয়া হবে এবার থেকে ৷

ক্রিকেটারদের পরিবারের পাশাপাশি কাড়া হচ্ছে কোচের স্বাধীনতাও ৷ গৌতম গম্ভীরের স্বাধীনতা খর্ব হওয়ার ব্য়াপারে দৈনিক জাগরণের রিপোর্ট জানাচ্ছে, আগের মত গম্ভীরের ম্যানেজার গৌরব অরোরা এখন থেকে আর একই হোটেল শেয়ার করতে পারবেন না ৷ এমনকী টিম বাস এবং স্টেডিয়ামের ভিআইপি বক্সে তাঁর বসার ক্ষেত্রেও জারি হতে চলেছে নিষেধাজ্ঞা ৷ জানা গিয়েছে, বিমানযাত্রায় ক্রিকেটারদের 150 কেজি পর্যন্ত কোনও অতিরিক্ত টাকা দিতে হবে না ৷ কিন্তু 150 কেজি পেরোলেই নির্দিষ্ট নিয়ম মেনে অতিরিক্ত অর্থ প্রদান করতে হবে রোহিত শর্মাদের ৷

অস্ট্রেলিয়া সফরে 1-3 ব্যবধানে হারের পর বোর্ডের এই সিদ্ধান্ত কতটা ফলপ্রসূ হবে, সেটা সময় বলবে ৷ তবে বিসিসিআই যে তার কড়া অবস্থান স্পষ্ট করার পথে, তা বলাই বাহুল্য ৷ নয়া বোর্ড সচিব দেবজিৎ সইকিয়া সম্প্রতি রোহিত শর্মা, গৌতম গম্ভীর, অজিত আগরকরদের সঙ্গে নিয়ে বৈঠক সারেন মুম্বইয়ে ৷ সেই বৈঠকেই নয়া নির্দেশিকা নিয়ে বিশদে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন:

Last Updated : Jan 14, 2025, 12:37 PM IST

ABOUT THE AUTHOR

...view details