মুম্বই, 24 জুন: ভারতীয় দলের জিম্বাবোয়ের বিরুদ্ধে 5 ম্যাচের টি20 সিরিজের দল ঘোষণা করল জাতীয় নির্বাচক কমিটি ৷ জিম্বাবোয়ে সফরের 15 জনের প্রাথমিক দলে প্রথমবার ডাক পেলেন রিয়ান পরাগ, অভিষেক শর্মা এবং নীতীশ রেড্ডি ৷ ঘরোয়া মরশুম ও আইপিএলে দূরন্ত পারফর্মেন্সের পর, ভারতীয় দলে সুযোগ পেলেন তাঁরা ৷ এই সফরে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শুভমন গিল ৷ রোহিত শর্মা, বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, জসপ্রীত বুমরা-সহ বিশ্বকাপে খেলা ক্রিকেটারদের বিশ্রাম দেওয়া হয়েছে ৷
জিম্বাবোয়ের বিরুদ্ধে পাঁচ ম্যাচের সিরিজ শুরু হবে 6 জুলাই থেকে ৷ রিয়ান, অভিষেক এবং নীতীশের পাশাপাশি তুষার দেশপান্ডে বোলার হিসেবে সুযোগ পেয়েছেন ৷ খলিল আহমেদ বেশ কয়েকবছর পর ফের ভারতীয় দলে প্রত্যাবর্তন করছেন এই সিরিজে ৷ ভারতের হয়ে টেস্ট অভিষেক করা ধ্রুব জুরেল জিম্বাবোয়েতে সফরকারী দলের রয়েছেন ৷ সিনিয়র ক্রিকেটার বলতে এই সিরিজে, শুভমন গিল ছাড়া রয়েছেন, রুতুরাজ গায়কোয়াড়, সঞ্জু স্যামসন এবং ওয়াশিংটন সুন্দর ৷ পাশাপাশি, মুকেশ কুমারের মতো টেস্ট ও ওয়ান-ডে খেলা ক্রিকেটার রয়েছে এই দলে ৷
অভিষেক শর্মা এবারের আইপিএলে তাঁর সেরা পারফর্ম্যান্স দিয়েছেন ৷ সানরাইজার্স হায়দরাবাদের হয়ে ওপেনিংয়ে তাঁর বিস্ফোরক ব্যাটিং ছিল নজরকাড়ার মতো ৷ পুরো সিজনে প্রায় দু’শো স্ট্রাইকরেটে 484 রান করেছেন তিনি ৷ তাঁর ব্যাটিংয়ের সুবাদে আইপিএলের ইতিহাসের সর্বোচ্চ টিম টোটাল তুলেছিল সানরাইজার্স হায়দরাবাদ ৷ অন্যদিকে, রিয়ান পরাগ আইপিএলে 573 রান করেছিলেন ৷ তিনি অসম থেকে উঠে আসা প্রথম ক্রিকেটার যিনি জাতীয় দলে সুযোগ পেলেন ৷