মুম্বই, 18 ডিসেম্বর: নৌবাহিনীর স্পিডবোটের সঙ্গে ফেরির সংঘর্ষে ভয়াবহ দুর্ঘটনা ৷ এই ঘটনায় ফেরি ডুবে মৃত্যু হল 13 জনের ৷ ঘটনায় 101 জনকে উদ্ধার করা হয়েছে ৷ নিখোঁজ যাত্রীদের খোঁজে মুম্বই উপকূলে তল্লাশি চালানো হচ্ছে, জানিয়েছে নৌবাহিনীর মুখপাত্র ৷ এই দুর্ঘটনায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মৃতদের পরিবার পিছু 2 লক্ষ টাকা এবং আহতদের জন্য 50 হাজার টাকা করে আর্থিক সাহায্যের ঘোষণা করেছেন ৷
রাজ্যের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ বলেন, "সন্ধ্যা সাড়ে 7টা নাগাদ ভাইস অ্যাডমিরাল সঞ্জয় জগজিতসিং জানিয়েছেন, 13 জনের মৃত্যু হয়েছে ৷ তাঁদের মধ্যে 3 জন ভারতীয় নৌবাহিনীর এবং 10 জন সাধারণ নাগরিক ৷" তিনি মহারাষ্ট্র সরকার এবং নৌবাহিনীর যৌথ তদন্তের ঘোষণা করেছেন ৷ মুখ্য়মন্ত্রীর ত্রাণতহবিল থেকে মৃতের পরিবারকে 5 লক্ষ টাকা আর্থিক সাহায্যের কথাও জানিয়েছেন মুখ্যমন্ত্রী ৷
I am shocked and saddened to learn of the accident involving a passenger ferryboat and an Indian Navy craft boat near Mumbai Harbour. My condolences to the families of those who have lost their lives. I pray for the swift success of the rescue and relief operations and a quick…
— President of India (@rashtrapatibhvn) December 18, 2024
নৌবাহিনীর মুখপাত্র সোশাল মিডিয়ায় পোস্ট করে জানিয়েছে, "আজ বিকেলে ভারতীয় নৌবাহিনীর একটি স্পিডবোট মুম্বই উপকূলে ইঞ্জিনের পরীক্ষা-নিরীক্ষা করছিল ৷ হঠাৎ সেটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেরিতে ধাক্কা মারে ৷ স্পিডবোটের ইঞ্জিনে যান্ত্রিক ত্রুটির ফলে সেটি ফেরিতে ধাক্কা মারে ৷ ফলে ফেরিটি ডুবে যায় ৷"
মৃত ও উদ্ধার বিষয়ে নৌবাহিনীর মুখপাত্র জানিয়েছে, এখনও পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী 13 জনের মৃত্যু হয়েছে ৷ এই দুর্ঘটনায় যাঁরা বেঁচে গিয়েছেন তাঁদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে ৷ দুর্ঘটনার সঙ্গে সঙ্গে তল্লাশি অভিযান চালানো হয় ৷ নৌবাহিনীর 4টি হেলিকপ্টার, 11টি নৌকা, একটি উপকূলরক্ষী বাহিনীর নৌকা এবং তিনটি মেরিন পুলিশের নৌকা তল্লাশি চালাতে থাকে ৷ শেষ পর্যন্ত জানা গিয়েছে, 99 জনকে উদ্ধার করা সম্ভব হয়েছে ৷"
The Prime Minister has announced an ex-gratia of Rs. 2 lakh from PMNRF for the next of kin of each deceased in the boat mishap in Mumbai. The injured would be given Rs. 50,000. https://t.co/EPwReaayYk
— PMO India (@PMOIndia) December 18, 2024
মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ, উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে ঘটনার কথা জানিয়ে সোশাল মিডিয়ায় পোস্ট করেছেন ৷ পুলিশ সূত্রে খবর, নীলকমল নামের একটি ফেরি বিকেল 4টে নাগাদ গেট অফ ইন্ডিয়ার কাছে ডুবে যায় ৷ সেটি মুম্বইয়ের কাছে জনপ্রিয় পর্যটনস্থল এলিফান্টা দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছিল ৷ সেই সময় ফেরির সঙ্গে একটি স্পিডবোটের ধাক্কা লাগে ৷ স্পিডবোটের সঙ্গে সংঘর্ষে ফেরিটি ডুবে দুর্ঘটনা ঘটে ৷ এই স্পিডবোটটি হয় নৌবাহিনীর, তা নিশ্চিত করেছে বাহিনীর মুখপাত্র ৷
ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর আধিকারিকরা জানিয়েছেন, "ফেরিতে বহু যাত্রী ছিলেন ৷ মুম্বই উপকূলে সেটি ডুবে যায় ৷ উদ্ধার হওয়া যাত্রীরা ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজে রয়েছেন ৷ একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে ৷ উপকূলরক্ষী বাহিনীর জাহাজ তল্লাশি অভিযান চালাচ্ছে ৷" পরে আরও একজনের মৃত্যুর খবর জানা যায়।
Today afternoon, an #IndianNavy craft lost control while undertaking engine trials in Mumbai Harbour due to engine malfunction. As a result, the boat collided with a passenger ferry which subsequently capsized.
— SpokespersonNavy (@indiannavy) December 18, 2024
13 fatalities have been reported so far. Survivors rescued from the…
প্রতিরক্ষা বাহিনীর এক আধিকারিক জানান, ইতিমধ্যে ভারতীয় নৌবাহিনীর 11টি নৌকা, মেরিন পুলিশের 3টি নৌকা, উপকূলরক্ষী বাহিনীর নৌকা তল্লাশি চালাচ্ছে ৷ পাশাপাশি চারটি হেলিকপ্টারও আকাশপথে নজর রাখছে ৷ এছাড়া পুলিশ আধিকারিকরা, জওহরলাল নেহরু বন্দর কর্তৃপক্ষ এবং মৎস্যজীবীরাও উদ্ধারকার্য চালাচ্ছেন বলে জানিয়েছেন এক প্রতিরক্ষা আধিকারিক ৷