ETV Bharat / bharat

স্পিডবোটের সঙ্গে সংঘর্ষে মুম্বই উপকূলে ফেরি ডুবে মৃত 13; চলছে উদ্ধারকাজ - FERRY CAPSIZES OFF MUMBAI COAST

মুম্বই উপকূলে ফেরি ডুবে ভয়াবহ দুর্ঘটনা ৷ মৃত্যু হয়েছে কমপক্ষে দু্জনে ৷ মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে প্রশাসন।

Ferry Capsizes off Mumbai Coast
মুম্বই উপকূলে লঞ্চ ডুবে দুর্ঘটনা (ছবি: এএনআই ভিডিয়ো)
author img

By ETV Bharat Bangla Team

Published : 2 hours ago

মুম্বই, 18 ডিসেম্বর: ফেরি ডুবে মৃত্যু হল দু'জনের ৷ ঘটনায় 75 জনকে উদ্ধার করা হয়েছে ৷ নিখোঁজ যাত্রীদের খোঁজে মুম্বই উপকূলে তল্লাশি চালানো হচ্ছে ৷ বুধবার পুলিশ সূত্রে খবর, নীলকমল নামের একটি ফেরি বিকেল 4টে নাগাদ গেট অফ ইন্ডিয়ার কাছে ডুবে যায় ৷ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ঘটনাটি মহারাষ্ট্র বিধানসভায় জানিয়েছেন ৷ আপাতত দু'জনের মৃত্যুর খবর নিশ্চিত করা গিয়েছে । এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

পুলিশ জানিয়েছে, ওই ফেরির নাম নীলকমল ৷ সেটি মুম্বইয়ের কাছে জনপ্রিয় পর্যটনস্থল এলিফান্টা দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছিল ৷ সেই সময় ফেরির সঙ্গে একটি স্পিডবোটের ধাক্কা লাগে ৷ স্পিডবোটের সঙ্গে সংঘর্ষে ফেরিটি ডুবে দুর্ঘটনা ঘটে ৷ এই স্পিডবোটটি হয় নৌবাহিনীর অথবা উপকূলরক্ষী বাহিনীর ৷ স্পিডবোটটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ৷

ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর আধিকারিকরা জানিয়েছেন, "লঞ্চে বহু যাত্রী ছিলেন ৷ মুম্বই উপকূলে সেটি ডুবে যায় ৷ উদ্ধার হওয়া যাত্রীরা ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজে রয়েছেন ৷ একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে ৷ উপকূলরক্ষী বাহিনীর জাহাজ তল্লাশি অভিযান চালাচ্ছে ৷" পরে আরও একজনের মৃত্যুর খবর জানা যায়।

প্রতিরক্ষা বাহিনীর এক আধিকারিক জানান, ইতিমধ্যে ভারতীয় নৌবাহিনীর 11টি নৌকা, মেরিন পুলিশের 3টি নৌকা, উপকূলরক্ষী বাহিনীর নৌকা তল্লাশি চালাচ্ছে ৷ পাশাপাশি চারটি হেলিকপ্টারও আকাশপথে নজর রাখছে ৷ এছাড়া পুলিশ আধিকারিকরা, জওহরলাল নেহরু বন্দর কর্তৃপক্ষ এবং মৎস্যজীবীরাও উদ্ধারকার্য চালাচ্ছেন বলে জানিয়েছেন এক প্রতিরক্ষা আধিকারিক ৷

মুম্বই, 18 ডিসেম্বর: ফেরি ডুবে মৃত্যু হল দু'জনের ৷ ঘটনায় 75 জনকে উদ্ধার করা হয়েছে ৷ নিখোঁজ যাত্রীদের খোঁজে মুম্বই উপকূলে তল্লাশি চালানো হচ্ছে ৷ বুধবার পুলিশ সূত্রে খবর, নীলকমল নামের একটি ফেরি বিকেল 4টে নাগাদ গেট অফ ইন্ডিয়ার কাছে ডুবে যায় ৷ মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবীশ ঘটনাটি মহারাষ্ট্র বিধানসভায় জানিয়েছেন ৷ আপাতত দু'জনের মৃত্যুর খবর নিশ্চিত করা গিয়েছে । এই সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে ৷

পুলিশ জানিয়েছে, ওই ফেরির নাম নীলকমল ৷ সেটি মুম্বইয়ের কাছে জনপ্রিয় পর্যটনস্থল এলিফান্টা দ্বীপপুঞ্জের দিকে যাচ্ছিল ৷ সেই সময় ফেরির সঙ্গে একটি স্পিডবোটের ধাক্কা লাগে ৷ স্পিডবোটের সঙ্গে সংঘর্ষে ফেরিটি ডুবে দুর্ঘটনা ঘটে ৷ এই স্পিডবোটটি হয় নৌবাহিনীর অথবা উপকূলরক্ষী বাহিনীর ৷ স্পিডবোটটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় এই দুর্ঘটনা ৷

ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর আধিকারিকরা জানিয়েছেন, "লঞ্চে বহু যাত্রী ছিলেন ৷ মুম্বই উপকূলে সেটি ডুবে যায় ৷ উদ্ধার হওয়া যাত্রীরা ভারতীয় উপকূলরক্ষী বাহিনীর জাহাজে রয়েছেন ৷ একজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে ৷ উপকূলরক্ষী বাহিনীর জাহাজ তল্লাশি অভিযান চালাচ্ছে ৷" পরে আরও একজনের মৃত্যুর খবর জানা যায়।

প্রতিরক্ষা বাহিনীর এক আধিকারিক জানান, ইতিমধ্যে ভারতীয় নৌবাহিনীর 11টি নৌকা, মেরিন পুলিশের 3টি নৌকা, উপকূলরক্ষী বাহিনীর নৌকা তল্লাশি চালাচ্ছে ৷ পাশাপাশি চারটি হেলিকপ্টারও আকাশপথে নজর রাখছে ৷ এছাড়া পুলিশ আধিকারিকরা, জওহরলাল নেহরু বন্দর কর্তৃপক্ষ এবং মৎস্যজীবীরাও উদ্ধারকার্য চালাচ্ছেন বলে জানিয়েছেন এক প্রতিরক্ষা আধিকারিক ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.