ঢাকা, 16 ডিসেম্বর: আগামী বছরের শুরুতে চ্যাম্পিয়ন্স ট্রফির আগে বড় ধাক্কা বাংলাদেশ ক্রিকেটে ৷ আন্তর্জাতিক এবং যে কোনও ধরনের প্রতিযোগিতামূলক ক্রিকেটে দেশের তারকা অলরাউন্ডার শাকিব আল হাসানের বোলিং নিষিদ্ধ করল সেদেশের ক্রিকেট বোর্ড ৷ বিকৃত বোলিং অ্যাকশনের জন্য বাংলাদেশের প্রাক্তন অধিনায়ককে আগেই নিষিদ্ধ করেছিল ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড ৷ সেই ঘটনার রেশ ধরে এবার শাকিবের বোলিং নিষিদ্ধ করল বিসিবি ৷ বাঁ-হাতি অলরাউন্ডারের বোলিং নিষিদ্ধ করার বিষয়টিতে সিলমোহর দিয়েছে বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসি ৷
রবিবার বাংলাদেশ ক্রিকেটের তরফে এক বিবৃতি মারফত শাকিবের বোলিং নিষিদ্ধ ঘোষণা করা হয় ৷ সেখানে জানানো হয়েছে, ইসিবি নিষিদ্ধ ঘোষণার পর আইসিসি'র নিয়ম মেনে এই পদক্ষেপ গ্রহণ খুবই স্বাভাবিক ছিল ৷ শাকিবের বোলিং অ্যাকশন পুনর্মূল্যায়ন করা হবে বলেও জানানো হয়েছে সেখানে ৷ সবমিলিয়ে আগামী ফেব্রুয়ারিতে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরুর আগে শাকিব পুনর্মূল্যায়নে তাঁর বোলিং অ্যাকশনকে বৈধ প্রমাণ করতে পারবেন কি না, তা নিয়ে প্রশ্নচিহ্ন রয়েই যাচ্ছে ৷ আর সেটা না-হলে চ্যাম্পিয়ন্স ট্রফিতে শাকিবকে ছাড়াই নামতে হবে পড়শি দেশকে ৷ যা বাংলাদেশের জন্য ধাক্কা হবে বলেই মনে করা হচ্ছে ৷