ঢাকা, 15 অক্টোবর: পাকিস্তানকে তাঁদের ঘরের মাটিতে হোয়াইটওয়াশ করে ফেরার পর বাংলাদেশকে নিয়ে অনুরাগীদের প্রত্যাশা ছিল গগনচুম্বী ৷ ভারত সফরে বাংলাদেশের ভালো ফলের আশায় ছিলেন তাঁরা ৷ কিন্তু অনুরাগীদের নিরাশ করে ভারত সফরে এসে প্রথমে টেস্ট ও পরবর্তীতে টি-20 সিরিজে হোয়াইটওয়াশ হতে হয়েছে 'টাইগার'দের ৷ আর ভারত সফরের পর দেশে ফিরতেই বরখাস্ত হলেন কোচ চণ্ডিকা হাতুরুসিঙ্ঘে ৷
তবে ভারত সফরে ক্লিন স্যুইপের কারণে নয়, শ্রীলঙ্কাজাত কোচকে বরখাস্ত করা হয়েছে শৃঙ্খলাভঙ্গের দায়ে ৷ প্রাথমিকভাবে হাতুরুসিঙ্ঘেকে 48 ঘণ্টার জন্য সাসপেন্ড করা হলেও সেই সময়কালের পর তাঁকে তড়িঘড়ি পদ থেকে ছাঁটাই করা হবে ৷ একইসঙ্গে নিয়ম মেনে হাতুরুসিঙ্ঘেকে শো-কজ নোটিশও ধরানো হবে ৷ 2025 চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত বাংলাদেশের অন্তর্বর্তীকালীন কোচের দায়িত্ব সামলাবেন ফিল সিমন্স ৷