হায়দরাবাদ, 13 ফেব্রুয়ারি:একে একে পাকিস্তানের মাটিতে পাড়ি জমাতে শুরু করেছে দলগুলো ৷ খুব শীঘ্রই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আরব আমিরশাহীর বিমান ধরবে টিম ইন্ডিয়া ৷ তার আগে অবশ্য ভারতীয় দলের জন্য এল সতর্কবার্তা ৷ আগামী বৃহস্পতিবার অর্থাৎ, 20 ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে ম্য়াচ আইসিসি ইভেন্টে অভিযান শুরু করবে ভারতীয় দল ৷ চ্য়াম্পিয়ন্স ট্রফির প্রথম প্রতিপক্ষ দলের থেকেই এল সতর্কবার্তা ৷ তবে কেবল ভারতীয় দলকে নয়, চ্য়াম্পিয়ন্স ট্রফির বাকি ছ'টি দলকেও সতর্ক করলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৷
বল গড়ানোর আগে বাংলাদেশ অধিনায়ক জানিয়ে দিলেন তাঁরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে অঘটন ঘটাতে প্রস্তত ৷ এমনকী নিজের দলকে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের দাবিদার বলেও মনে করেন শান্ত ৷ 2023 বিশ্বকাপ ক্রিকেটে ন'টি ম্য়াচের মধ্যে মাত্র দু'টিতে জয় পাওয়া বাংলাদেশ পরবর্তীতে চারটি দ্বিপাক্ষিক ওডিআই সিরিজ খেলেছে ৷ তার মধ্যে তিনটিতেই হেরেছে তাঁরা ৷ এমতাবস্থায় আইসিসি মার্কি ইভেন্ট শুরুর আগে বাংলাদেশ অধিনায়কের গলায় হুঙ্কার ৷ আইসিসি'কে শান্ত বলেন, "আমরা চ্যাম্পিয়ন হতেই চ্য়াম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছি ৷"