পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

চ্যাম্পিয়ন্স ট্রফির আগে পদ্মাপাড় থেকে রোহিতদের জন্য এল সতর্কবার্তা - ICC CHAMPIONS TROPHY 2025

নিজেদের ক্ষমতা সম্পর্কে দলের ক্রিকেটাররা ওয়াকিবহাল ৷ আসন্ন চ্যাম্পিয়ন্স ট্রফি জিততেই যাচ্ছেন তাঁরা, এমনটাই জানালেন বাংলাদেশ দলনায়ক নাজমুল হোসেন শান্ত ৷

NAJMUL HOSSAIN SHANTO
নাজমুল হোসেন শান্ত (GETTY)

By ETV Bharat Sports Team

Published : Feb 13, 2025, 6:19 PM IST

হায়দরাবাদ, 13 ফেব্রুয়ারি:একে একে পাকিস্তানের মাটিতে পাড়ি জমাতে শুরু করেছে দলগুলো ৷ খুব শীঘ্রই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে আরব আমিরশাহীর বিমান ধরবে টিম ইন্ডিয়া ৷ তার আগে অবশ্য ভারতীয় দলের জন্য এল সতর্কবার্তা ৷ আগামী বৃহস্পতিবার অর্থাৎ, 20 ফেব্রুয়ারি বাংলাদেশের বিরুদ্ধে ম্য়াচ আইসিসি ইভেন্টে অভিযান শুরু করবে ভারতীয় দল ৷ চ্য়াম্পিয়ন্স ট্রফির প্রথম প্রতিপক্ষ দলের থেকেই এল সতর্কবার্তা ৷ তবে কেবল ভারতীয় দলকে নয়, চ্য়াম্পিয়ন্স ট্রফির বাকি ছ'টি দলকেও সতর্ক করলেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত ৷

বল গড়ানোর আগে বাংলাদেশ অধিনায়ক জানিয়ে দিলেন তাঁরা চ্যাম্পিয়ন্স ট্রফিতে অঘটন ঘটাতে প্রস্তত ৷ এমনকী নিজের দলকে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের দাবিদার বলেও মনে করেন শান্ত ৷ 2023 বিশ্বকাপ ক্রিকেটে ন'টি ম্য়াচের মধ্যে মাত্র দু'টিতে জয় পাওয়া বাংলাদেশ পরবর্তীতে চারটি দ্বিপাক্ষিক ওডিআই সিরিজ খেলেছে ৷ তার মধ্যে তিনটিতেই হেরেছে তাঁরা ৷ এমতাবস্থায় আইসিসি মার্কি ইভেন্ট শুরুর আগে বাংলাদেশ অধিনায়কের গলায় হুঙ্কার ৷ আইসিসি'কে শান্ত বলেন, "আমরা চ্যাম্পিয়ন হতেই চ্য়াম্পিয়ন্স ট্রফি খেলতে যাচ্ছি ৷"

তবে বাকিদের প্রতিও সমীহ ছুড়ে দিয়েছেন বাংলাদেশ জার্সিতে 45টি ওডিআই খেলা ক্রিকেটার ৷ তিনি বলেন, "এই টুর্নামেন্টে অংশ নিতে চলা আটটি দলই চ্য়াম্পিয়নের দাবিদার ৷ সকলেরই কোয়ালিটি দুর্দান্ত ৷ সেইসঙ্গে আমি মনে করি আমার দলেরও ক্ষমতা রয়েছে চ্যাম্পিয়ন হওয়ার ৷ কেউই বাড়তি চাপ অনুভব করবে না ৷" বাংলাদেশ দলনায়ক বলেন, "দলের সকলেই মন থেকে চ্যাম্পিয়ন হতে চায় ৷ আর আমরা নিজেদের ক্ষমতা সম্পর্কে বিশ্বাসী ৷"

শান্তর কথায়, "জানি না আল্লাহ আমাদের ভাগ্যে কী লিখেছেন ৷ তবে আমরা কঠোর পরিশ্রম করছি সেরাটা দিতে ৷ আমরা লক্ষ্যে পৌঁছনোর ব্য়াপারে প্রত্যয়ী ৷" দলের 15 জন সদস্যকে নিয়েই আত্মবিশ্বাসী অধিনায়ক জানান, তাঁর দলে যে কোনও ক্রিকেটার একা হাতে ম্য়াচ বের করে দেওয়ার ক্ষমতা রাখে ৷ 20 ফেব্রুয়ারি ভারতের পর 24 ফেব্রুয়ারি রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের মুখোমুখি হবে 'টাইগার'রা ৷ 27 ফেব্রুয়ারি একই ভেন্যুতে পাকিস্তানের বিরুদ্ধে গ্রুপ পর্বের শেষ ম্য়াচ খেলবে তাঁরা ৷

আরও পড়ুন:

ABOUT THE AUTHOR

...view details