কিংসটন, 4 ডিসেম্বর: সাবিনা পার্কে দ্বিতীয় ম্যাচে ইতিহাস গড়ল বাংলাদেশ ৷ ওয়েস্ট ইন্ডিজকে 101 রানে হারাল টাইগাররা ৷ 15 বছরের মধ্যে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে এটা বাংলাদেশের প্রথম টেস্ট । শেষবার 2009 সালে ওয়েস্ট ইন্ডিজে গিয়ে পাঁচদিনের ম্যাচ জিতেছিল বাংলাদেশ ৷ চলতি বছরে এটি বলিটন দাস, মোমিনুল হকদের তৃতীয় টেস্ট জয় ।
কিংসটনে দ্বিতীয় ইনিংসে জাকার আলির 91 রানের সুবাদে ওয়েস্ট ইন্ডিজকে 287 রানের টার্গেট দেয় বাংলাদেশ ৷ রান তাড়া করতে নেমে 185 রানে গুটিয়ে যায় ক্যারিবিয়ানরা ৷ 5 উইকেট নেন পদ্মাপাড়ের বাঁ-হাতি স্পিনার তাইজুল ইসলাম । কাভিম হজ (55) এবং অধিনায়ক ক্রেইগ ব্র্যাথওয়েট (43) লড়াই করলেও তা ফলপ্রসূ হয়নি ৷
প্লেয়ার অফ দ্য ম্যাচ তাইজুল বলেন, ‘‘বিদেশে টেস্ট ম্যাচ জেতাটা দারুণ অনুভূতি ৷ আমরা বিদেশের মাটিতে খুব বেশি টেস্ট জিততে পারি না ৷ এই ম্যাচে সব খেলোয়াড়ই দুর্দান্ত পারফর্ম করেছে ।’’ এই জয়ের ফলে দু’ম্যাচের সিরিজে 1-1 সমতা ফিরিয়েছে বাংলাদেশ ৷ একইসঙ্গে আইসিসি বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলের অষ্টম স্থানে উঠে এসেছে তারা ।