ETV Bharat / sports

আর কবে জিতবে ? অনুশীলনে সমর্থকদের বিক্ষোভের মুখে লাল-হলুদ ফুটবলাররা - EAST BENGAL SUPPORTERS PROTEST

সওল ক্রেসপোকে ‘গো ব্যাক’ ধ্বনি দেন সমর্থকরা । হেক্টর ইউস্তের জন্য কটুক্তি ভেসে আসে । শৌভিক চক্রবর্তীকে ধরে সমর্থকরা ক্লাবের আবেগ-সম্মান রক্ষার আবেদন জানান ।

east-bengal-supporters-show-protest-during-team-practice
অনুশীলনে সমর্থকদের বিক্ষোভ (ইটিভি ভারত)
author img

By ETV Bharat Sports Team

Published : Feb 15, 2025, 10:02 AM IST

কলকাতা, 15 ফেব্রুয়ারি: সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেওয়া নয়, টিফো নামিয়ে বার্তা দেওয়া নয়, এবার সরাসরি মাঠে এসে ফুটবলার এবং কর্তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা । রবিবার মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে আইএসএলের ম্যাচ খেলবে লাল-হলুদ ব্রিগেড ।

ঘরের মাঠে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে হারের সঙ্গেই ইস্টবেঙ্গলের প্রথম ছ’য়ের বৃত্তে ঢুকে পড়ার স্বপ্ন শেষ । এখন পয়েন্ট টেবিলে ফের 11 নম্বরে লাল-হলুদ । পাঁচ বছর ধরে প্রতিবার এই ব্যর্থতা নিয়ে সমর্থকদের ভিতর ক্ষোভ জমা হচ্ছিল । এতদিন তা ভার্চুয়াল মিডিয়ামে থাকলেও এবার তা বাস্তবের মাটিতে । শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে প্র্যাকটিস চলাকালীন হঠাৎ করেই একদল সমর্থক জড়ো হয়ে চিৎকার করতে থাকেন । চিৎকারের লক্ষ্য ফুটবল দলের সিইও এবং শীর্ষকর্তা ।

ঘেরাটোপে পর্দার আড়ালে আইএসএলের দলগুলো প্র্যাকটিস করে । ফলে এই ধরনের ঘটনায় তারা বিস্মিত হয়ে পড়ে । দ্বাররক্ষীরা বিষয়টি প্রাথমিকভাবে সামলে দেন । তবে উপস্থিত লাল-হলুদ সমর্থকরা প্র্যাকটিস সেরে ফুটবলারদের বেরনোর অপেক্ষায় ছিলেন । সেইসময় সওল ক্রেসপোকে ‘গো ব্যাক’ ধ্বনি দেন সমর্থকরা । হেক্টর ইউস্তের জন্য কটুক্তি ভেসে আসে । শৌভিক চক্রবর্তীকে ধরে সমর্থকরা ক্লাবের আবেগ, সম্মান রক্ষার আবেদন জানান । কোচ অস্কার ব্রুজোকে ধরেও রবিবার জয় তুলে নিয়ে আসার আবেদন জানান । সবমিলিয়ে ইস্টবেঙ্গল প্র্যাকটিস সমর্থকদের ক্ষোভে উত্তপ্ত ।

এদিকে মহমেডান স্পোর্টিং ম্যাচের আগে বেকায়দায় ইস্টবেঙ্গল । এবার চোটের তালিকায় রিচার্ড সেলিস । পুরো প্র্যাকটিস জুড়েই রিহ্যাব করলেন । চোট পেয়ে না-পাওয়ার তালিকায় জিকসন সিং । আরও ছোটখাটো চোট সমস্যা রয়েছে । কার্ড সমস্যায় রবিবার পাওয়া যাবে না লালচুননুঙ্গাকে । যদিও কার্ড সমস্যা কাটিয়ে ফিরছেন শৌভিক চক্রবর্তী, নন্দকুমার । দলে একাধিক বদলের ইঙ্গিত । তবে বাকি পাঁচ ম্যাচে ছন্দে না-ফিরলে সমর্থকরা ফুটবলারদের আর জামাই আদর করবে না, তা এই ক্ষোভের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছে । চলতি আইএসএলে এর আগে কোনও দলের অনুশীলন সমর্থকদের ক্ষোভ সম্বলিত হয়নি ।

আরও পড়ুন

কলকাতা, 15 ফেব্রুয়ারি: সোশাল মিডিয়ায় ক্ষোভ উগরে দেওয়া নয়, টিফো নামিয়ে বার্তা দেওয়া নয়, এবার সরাসরি মাঠে এসে ফুটবলার এবং কর্তাদের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন ইস্টবেঙ্গল সমর্থকরা । রবিবার মহমেডান স্পোর্টিংয়ের বিরুদ্ধে আইএসএলের ম্যাচ খেলবে লাল-হলুদ ব্রিগেড ।

ঘরের মাঠে চেন্নাইয়িন এফসির বিরুদ্ধে হারের সঙ্গেই ইস্টবেঙ্গলের প্রথম ছ’য়ের বৃত্তে ঢুকে পড়ার স্বপ্ন শেষ । এখন পয়েন্ট টেবিলে ফের 11 নম্বরে লাল-হলুদ । পাঁচ বছর ধরে প্রতিবার এই ব্যর্থতা নিয়ে সমর্থকদের ভিতর ক্ষোভ জমা হচ্ছিল । এতদিন তা ভার্চুয়াল মিডিয়ামে থাকলেও এবার তা বাস্তবের মাটিতে । শুক্রবার যুবভারতী ক্রীড়াঙ্গনে প্র্যাকটিস চলাকালীন হঠাৎ করেই একদল সমর্থক জড়ো হয়ে চিৎকার করতে থাকেন । চিৎকারের লক্ষ্য ফুটবল দলের সিইও এবং শীর্ষকর্তা ।

ঘেরাটোপে পর্দার আড়ালে আইএসএলের দলগুলো প্র্যাকটিস করে । ফলে এই ধরনের ঘটনায় তারা বিস্মিত হয়ে পড়ে । দ্বাররক্ষীরা বিষয়টি প্রাথমিকভাবে সামলে দেন । তবে উপস্থিত লাল-হলুদ সমর্থকরা প্র্যাকটিস সেরে ফুটবলারদের বেরনোর অপেক্ষায় ছিলেন । সেইসময় সওল ক্রেসপোকে ‘গো ব্যাক’ ধ্বনি দেন সমর্থকরা । হেক্টর ইউস্তের জন্য কটুক্তি ভেসে আসে । শৌভিক চক্রবর্তীকে ধরে সমর্থকরা ক্লাবের আবেগ, সম্মান রক্ষার আবেদন জানান । কোচ অস্কার ব্রুজোকে ধরেও রবিবার জয় তুলে নিয়ে আসার আবেদন জানান । সবমিলিয়ে ইস্টবেঙ্গল প্র্যাকটিস সমর্থকদের ক্ষোভে উত্তপ্ত ।

এদিকে মহমেডান স্পোর্টিং ম্যাচের আগে বেকায়দায় ইস্টবেঙ্গল । এবার চোটের তালিকায় রিচার্ড সেলিস । পুরো প্র্যাকটিস জুড়েই রিহ্যাব করলেন । চোট পেয়ে না-পাওয়ার তালিকায় জিকসন সিং । আরও ছোটখাটো চোট সমস্যা রয়েছে । কার্ড সমস্যায় রবিবার পাওয়া যাবে না লালচুননুঙ্গাকে । যদিও কার্ড সমস্যা কাটিয়ে ফিরছেন শৌভিক চক্রবর্তী, নন্দকুমার । দলে একাধিক বদলের ইঙ্গিত । তবে বাকি পাঁচ ম্যাচে ছন্দে না-ফিরলে সমর্থকরা ফুটবলারদের আর জামাই আদর করবে না, তা এই ক্ষোভের মধ্যে দিয়ে বুঝিয়ে দিয়েছে । চলতি আইএসএলে এর আগে কোনও দলের অনুশীলন সমর্থকদের ক্ষোভ সম্বলিত হয়নি ।

আরও পড়ুন

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.