হোবার্ট (অস্ট্রেলিয়া), 10 ফেব্রুয়ারি:তিন ফরম্যাটের সিরিজ খেলতে অস্ট্রেলিয়া সফরে এসেছে ওয়েস্ট ইন্ডিজ। তাতে টেস্ট সিরিজটি ড্রয়ে শেষ হয় ৷ এরপর অস্ট্রেলিয়া ওয়ান-ডে সিরিজ 3-0 ব্যবধানে জিতে নেয়। গতকাল, শুক্রবার থেকে দুই দলের মধ্যে শুরু হয়েছে টি-20 সিরিজ ৷ তাতেও 1-0 এ লিড নিয়ে নেয় অজিরা ৷ অন্যদিকে, আফগানরা, শ্রীলঙ্কার বিরুদ্ধে তিন ফরম্যাটের সিরিজ খেলতে গিয়েছে দ্বীপরাষ্ট্রে ৷ তাতে পাল্লেকেলেতে পাথুম নিশাঙ্কা গতকাল ওয়ান-ডে ম্যাচে দ্রুততম ডবল সেঞ্চুরির মাইলফলক গড়েন।
গতকাল হোবার্টের বেলেরিভ ওভালে গতকাল ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রভম্যান পাওয়েল টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ৷ ক্যারিবিয়ান বাহিনী মিচেল মার্শের দলকে 20 ওভার শেষে বিপক্ষ দলের সাত উইকেট নিয়ে 213 রানে বেঁধে দেয় ৷ পরে ইয়েলো ব্রিগেড আট উইকেট নিয়ে 202-তেই ওয়াশ করে ফেলে ওয়েস্ট ইন্ডিজকে ৷ 11 রানে ক্যারিবিয়ান 'বধ' করে অজিরা ৷ গতকালের ম্যাচের সেরা ডেভিড ওয়ার্নার ৷ ওপেন করতে নেমে মাত্র 36 বলে 70 রানের অনবদ্য ইনিংস খেলেন ওয়ার্নার ৷ ওয়ার্নার 12টি চার ও 1টি ছক্কা মারেন। ঝোড়ো ইনিংসে খেলেন জোশ ইংলিস ও টিম ডেভিড।