পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

হাইভোল্টেজ ম্যাচে টস জিতে রোহিতদের ব্যাট করতে পাঠাল অজিরা - T20 World Cup 2024

India Vs Australia T20 World Cup: টি-20 বিশ্বকাপের হাইভোল্টেজ ম্যাচে সেন্ট লুসিয়ার মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া। শেষ চারের টিকিট পেতে এই ম্যাচ অস্ট্রেলিয়ার কাছে জেতাটা যেমন জরুরি, তেমনই ভারতের কাছেও এই জয় সেমিফাইনালে পৌঁছতে বাড়তি সুবিধা করবে ৷ টস জিতে আজ প্রথমে ব্যাট করছেন রোহিতরা ৷

India Vs Australia T20 World Cup
ভারত ও অস্ট্রেলিয়ার টস (বিসিসিআই এক্স হ্যান্ডেল)

By ETV Bharat Bangla Team

Published : Jun 24, 2024, 8:02 PM IST

Updated : Jun 24, 2024, 8:22 PM IST

সেন্ট লুসিয়া, 24 জুন:ভারতের বিরুদ্ধে সেন্ট লুসিয়ায় টস জিতে প্রথমে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিলেন অজি অধিনায়ক মিচেল মার্শে ৷ গত ম্যাচে ভারতের যে দল ছিল সোমবার সেই 11 সদস্যই অজিদের 'বধ' করতে নামছেন ৷ পালটা অল্পরানে রোহিতদের বাঁধতে চান মিচেল স্টার্করা ৷

চলতি টি-20 বিশ্বকাপে এখনও অপরাজিত 'মেন ইন ব্লু' ৷ রোহিত শর্মারা চাইবেন এই 'অপরাজিত' ট্যাগ ধরে রাখতে। অন্যদিকে, গত ম্যাচে আফগানদের কাছে হেরে চাপে ব্যাগি গ্রিন বাহিনী ৷ সুপার এইটের আজকের ম্যাচে ভারত জিতলেই সেমিফাইনালের টিকিট কাটবেন রোহিতরা ৷ অন্যদিকে, অস্ট্রেলিয়া ও আফগানিস্তান একই জায়গায় দাঁড়িয়ে ৷ দুই দলই একটি করে ম্যাচ জিতেছে, শেষ আটের গ্রুপ ওয়ানের লড়াইয়ে ৷ তাই অজিরা আজ মরিয়া ম্যাচ জিততে ৷

অন্যদিকে, শেষ চারে গ্রুপ 2 থেকে ইতিমধ্যেই পৌঁছে গিয়েছে সাউথ আফ্রিকা ও ইংল্যান্ড ৷ আয়োজক দুই দেশ ওয়েস্ট ইন্ডিজ ও আমেরিকা ছিটকে গিয়েছে ৷ এখনও পর্যন্ত গ্রুপ 1 থেকে কোনও দলই যোগ্যতা অর্জন করেনি শেষ চারে ৷ তবে এক্ষেত্রে সুযোগ বেশি ভারতের ৷ সুপাই এইটের লড়াইয়ে প্রথমে আফগানিস্তান ও বাংলাদেশকে হারিয়ে 4 পয়েন্ট নিয়ে পয়লা নম্বরে রয়েছে ৷ 2 পয়েন্ট নিয়ে দু'নম্বরে রয়েছে অস্ট্রেলিয়া ৷ একই পয়েন্ট নিয়ে আফগানরা রয়েছে তিনে ৷ রানরেটের বিচারে এগিয়ে অস্ট্রেলিয়া ৷

  • ভারতের একাদশ-

রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, ঋষভ পন্ত (উইকেটরক্ষক), সূর্যকুমার যাদব, শিবম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আরশদীপ সিং, জসপ্রীত বুমরা ৷

  • অস্ট্রেলিয়ার একাদশ-

ট্র্যাভিস হেড, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ (অধিনায়ক), গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টোয়নিস, টিম ডেভিড, ম্যাথু ওয়েড (উইকেটরক্ষক), প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজেলউড ৷

Last Updated : Jun 24, 2024, 8:22 PM IST

ABOUT THE AUTHOR

...view details