প্রয়াগরাজ, 15 ফেব্রুয়ারি: ফের কুম্ভে যাওয়ার পথে মর্মান্তিক পরিনতি ৷ শনিবার ভোরে মহাকুম্ভে যাওয়ার পথে প্রয়াগরাজ-মির্জাপুর হাইওয়েতে পূণ্যার্থীদের একটি গাড়ির সঙ্গে বাসের সংঘর্ষ হয়। দুর্ঘটনায় 10 জন পূণ্যার্থীর মৃত্যু হয় বলে জানা গিয়েছে। ঘটনায় অন্তত 19 জন আহত হয়েছেন বলে জানা গিয়েছে। দুর্ঘটনার পরই চাঞ্চল্য ছড়ায় এলাকায় ৷ আহতদের হাসপাতালে ভর্তি করেছে পুলিশ।
জানা গিয়েছে, ছত্তিশগড় থেকে এই পুণ্যার্থীরা প্রয়াগরাজ-মির্জাপুর জাতীয় সড়ক ধরে একটি বোলেরোতে করে মহাকুম্ভ মেলায় যাচ্ছিলেন। এই সময়, মেজা এলাকায়, মধ্যপ্রদেশ থেকে আসা অপর একটি পুণ্য়ার্থী ভর্তি বাসের সঙ্গে ওই গাড়ির সংঘর্ষ হয়। ভয়াবহ এই সংঘর্ষে 10 জন মৃত্যু হয়েছে। ঘটনায় একাধিক মানুষ আহত হয়েছেন বলেও জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনায় মৃত বোলেরোর যাত্রীরা সকলেই ছত্তিশগড়ের কোরবা জেলার বাসিন্দা। অপরদিকে, দুর্ঘটনায় আহত বাসের যাত্রীরা মধ্যপ্রদেশের রাজগড় জেলার বাসিন্দা বলে জানা গিয়েছে।
পুলিশ সূত্রে খবর, দুর্ঘটনার কবলে পড়ে বোলেরো গাড়িটি কার্যত দুমড়ে-মুচড়ে গিয়েছে ৷ দুর্ঘটনায় বোলেরোতে থাকা 10 জনেরই মৃত্যু হয়েছে ৷ অন্যদিকে, বাসে থাকা কয়েকজন যাত্রীও আহত হয়েছেন। দুর্ঘটনার পর ঘটনাস্থলে হই-হট্টোগোল শুরু হয়ে যায়। দুর্ঘটনার খবর পেয়ে জড়ো হয়ে যায় স্থানীয়রা ৷ তারাই পুলিশে খবর দেয় ৷ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় পুলিশ গাড়িতে আটকে পড়া আহতদের বের করে আনে।
এরপর আহতদের হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালে নিয়ে গেল চিকিৎসকরা 10 জনকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনার পর প্রয়াগরাজের পুলিশ কমিশনার তরুণ গাবা এবং ডিএম রবীন্দ্র কুমার মান্ধাদও ঘটনাস্থলে পৌঁছে খোঁজখবর নেন। অন্যদিকে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শনিবার প্রয়াগরাজে সড়ক দুর্ঘটনায় প্রাণহানির ঘটনায় শোক প্রকাশ করেছেন এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করেছেন।
उत्तर प्रदेश के प्रयागराज में मिर्जापुर हाईवे पर हुई सड़क दुर्घटना में कई लोगों की मृत्यु का समाचार अत्यंत दुखद है। मृतकों के परिवारजनों के प्रति मैं शोक संवेदना व्यक्त करती हूं। मैं घायल हुए सभी लोगों के शीघ्र स्वस्थ होने की कामना करती हूं।
— President of India (@rashtrapatibhvn) February 15, 2025
হিন্দিতে এক্স হ্যান্ডেলে এক পোস্টে মুর্মু লিখেছেন, "উত্তর প্রদেশের প্রয়াগরাজের মির্জাপুর হাইওয়েতে সড়ক দুর্ঘটনায় বহু মানুষের মৃত্যুর খবর অত্যন্ত দুঃখজনক। আমি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি। আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি ৷"