পশ্চিমবঙ্গ

west bengal

ETV Bharat / sports

জট কেটে লাল-হলুদের পথে আনোয়ার ! ডুরান্ডে সম্ভবত নেই ক্লেইটন সিলভা - ANWAR ALI

MBSF Gives NOC to Anwar Ali: আনোয়ার আলিকে নো-অবজেকশন সার্টিফিকেট দিল মোহনবাগান সুপার জায়ান্ট ৷ সূত্রের খবর, আনোয়ারের দলবদল ইস্যুতে ব্যাকফুটে থাকা মোহনবাগান ভারতীয় দলের ডিফেন্ডারের পক্ষে এনওসি দিয়েছে ৷ যার পরে আনোয়ার আলির ইস্টবেঙ্গলে যাওয়ায় আর কোনও বাধা রইল না বলে মত সমালোচকদের ৷

MBSF Gives NOC to Anwar Ali
আনোয়ার আলি (ফাইল চিত্র)

By ETV Bharat Sports Team

Published : Aug 4, 2024, 1:29 PM IST

কলকাতা, 4 অগস্ট: ইস্টবেঙ্গলে আনোয়ার আলি ৷ প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির সিদ্ধান্তের পরে ভারতীয় ডিফেন্ডারের লাল-হলুদ জার্সি পড়া সময়ের অপেক্ষা ৷ অন্তত ময়দানের ফুটবল পণ্ডিতরা সেইরকমই দাবি করছেন ৷ তবে, বেশ কয়েকটি 'যদি ও কিন্তু' আছে ৷ ইস্টবেঙ্গলের তরফে শীর্ষকর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, তারা এখনও কোনও কাগজপত্র হাতে পাননি ৷ তাই মুখ খোলার মতো জায়গায় নেই ৷

যদিও, বিষয়টি নিয়ে ইস্টবেঙ্গল উদাসীন ভাব দেখালেও, বাস্তব পরিস্থিতি মোটেও তা নয় ৷ তলায় তলায় কাগজ এবং যুক্তি সাজাচ্ছে লাল-হলুদ । প্রয়োজনে দিল্লি উড়ে গিয়ে পরিস্থিতির সরাসরি মোকাবিলা করার জন্য তৈরি হচ্ছে ইস্টবেঙ্গল ৷

আনোয়ার নো-অবজেকশন সার্টিফিকেট পেয়ে গিয়েছেন বলে খবর ৷ এই অবস্থায় তাঁর দলবদলের নেপথ্য কারণ কী, তা প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির কাছে ব্যাখ্যা করতে হবে ৷ পাশাপাশি দিল্লি এফসি এবং ইস্টবেঙ্গলকেও এই দলবদলের কারণ জানাতে হবে ৷ তবে, মোহনবাগান সুপার জায়ান্ট ম্যানেজমেন্ট ইতিমধ্যে আনোয়ার ইস্যুতে কিছুটা ব্যাকফুটে ৷ কারণ, ভারতীয় ডিফেন্ডারকে নো-অবজেকশন ছাড়পত্র দিতে হচ্ছে তাদের ৷

আনোয়ার ফিফার নিয়ম অনুযায়ী ছাড়পত্র পাচ্ছেন ৷ কারণ, বিষয়টির সঙ্গে সংশ্লিষ্ট ফুটবলারের রুটি-রুজি জড়িয়ে রয়েছে ৷ ফলে তা দ্রুত দিতে হচ্ছে ৷ এখন ফুটবলারটি কোন পরিস্থিতিতে ক্লাব বদল করছেন, তা জানাতে হবে ৷ লোনে ফুটবলার ছাড়ার প্রসঙ্গে মোহনবাগানের ব্যাখ্যা যেমন জরুরি, তেমনই জরুরি আনোয়ারের চুক্তিভঙ্গের নির্দিষ্ট কারণও ৷ ছাড় পাবে না দিল্লি এফসি ও ইস্টবেঙ্গল ক্লাব ৷ কেন তারা সংশ্লিষ্ট ফুটবলারকে চুক্তি ভাঙার পথে নিয়ে গেল ? তার ব্যাখ্যা দিতে হবে আগামী পাঁচদিনের মধ্যে ৷

তাদের ব্যাখ্যায় সন্তুষ্ট না হলে, দুই ক্লাবকে আর্থিক জরিমানা বা ফুটবলার নেওয়ার ক্ষেত্রে নিষেধাজ্ঞার শাস্তির মুখে পড়তে হতে পারে ৷ ফলে মোহনবাগান সুপার জায়ান্টের হাত থেকে আনোয়ার হাতছাড়া হলেও, দিল্লি এফসি ও ইস্টবেঙ্গল স্বস্তিতে রয়েছে এমনটা নয় ৷ এমনকি জরিমানা বা নির্বাসনের শাস্তি নামতে পারে আনোয়ারের উপরেও ৷ সব মিলিয়ে আনোয়ার জট কেটেও, যেন কাটছে না ৷

এদিকে ক্লেইটন সিলভাকে নিয়ে ধোঁয়াশা ইস্টবেঙ্গল শিবিরে ৷ তবে, নন্দকুমারকে নিয়ে আশাবাদী দল ৷ শনিবার প্র্যাকটিসের শেষে নন্দকুমার বলেছেন, সাত তারিখ ডাউন টাউন ক্লাবের বিরুদ্ধে না হলেও, 14 অগস্ট এএফসি কাপের ম্যাচে খেলার মতো জায়গায় চলে আসবেন তিনি ৷ তবে, গতকাল ইস্টবেঙ্গল ক্লাবে অনুশীলন শেষে দেখা গেল না, দলের অধিনায়ক ক্লেইটন সিলভাকে ৷ হঠাৎ কী হল ? পরপর দু’দিন ইস্টবেঙ্গল প্র্যাকটিসে অনুপস্থিত ব্রাজিলিয়ান স্ট্রাইকার ৷ তাঁর কোমরের চোট বেশ গুরুতর ৷ হয়তো গোটা ডুরান্ড কাপ এবং এসিএল দুইয়ের ম্যাচে তাঁকে পাবে না লাল-হলুদ ব্রিগেড ৷

যদিও, টিম ম্যানেজমেন্টের তরফ থেকে তাঁকে আসন্ন ইন্ডিয়ান সুপার লিগের আগে পুরোপুরি সুস্থ করে তোলার চেষ্টা চলছে ৷ দিয়ামানতোকোস, ডেভিডরা চলে আসায় গোল করার লোকের অভাব সেইভাবে নেই লাল-হলুদে। অনুশীলনে হালকা চোট পেয়েছেন দলের তারকা মিডফিল্ডার মাদিহ তালাল ৷ তিনিও শনিবারের অনুশীলনে আসেননি ৷ যদিও টিম ম্যানেজমেন্ট সূত্র বলছে, তাঁর চোট তেমন গুরুতর নয় ৷ ডুরান্ড কাপের দ্বিতীয় ম্যাচে তিনি ডাউনটাউন হিরোজ এফসির বিরুদ্ধে 7 অগস্ট খেলতে কোনও অসুবিধা নেই ৷

ABOUT THE AUTHOR

...view details