কলকাতা, 17 জুলাই: আনোয়ার আলিকে নিয়ে টানাপোড়েন শেষ পর্বে ৷ মোহনবাগান সুপার জায়ান্ট না ইস্টবেঙ্গল এফসি, আসন্ন মরশুমে কোন দলের হয়ে খেলবেন ভারতীয় দলের এই ডিফেন্ডার, তা নিয়ে টানাপোড়েন সর্বোচ্চ পর্যায়ে ৷ এনিয়ে বিতর্কের অবসান ঘটাতে ভারতীয় ফুটবল ফেডারেশনের দরবারে আনোয়ার আলি ৷ নতুন মরশুমে সবুজ-মেরুন জার্সিতে আর খেলতে চাইছেন না তিনি ৷
আনোয়ার আলি বলছেন, "ফুটবল জীবনের এই পর্বে আমি এত বছর ধরে (চার বছর) লোনে থাকতে আগ্রহী নই ৷ এটা আমার কেরিয়ারের গ্রাফ নিম্নমুখী করে দিচ্ছে ৷ আমি এর স্থায়ী সমাধান চাই ৷ যাতে ভবিষ্যতে আমাকে কোনও সুযোগ না-ফস্কাতে হয় ৷" সেই সূত্র ধরেই এবার ভারতীয় ডিফেন্ডার ফেডারেশনের প্লেয়ার স্ট্যাটাস কমিটির দ্বারস্থ হয়েছেন ৷ গত একবছর লোনে মোহনবাগান সুপার জায়ান্টের জার্সিতে খেললেও, আনোয়ার আদতে দিল্লি এফসি'র ফুটবলার ৷
লোন সংক্রান্ত ফিফা'র নিয়মকে আশ্রয় করে আনোয়ার এবার নতুন দলে (পড়ুন ইস্টবেঙ্গল) যেতে চান ৷ বুধবার দিল্লি এফসিটর কর্ণধার এবং আনোয়ারের 'মাঠের অভিভাবক' রঞ্জিত বাজাজ জানিয়েছেন, আনোয়ার তাঁর ব্যাপারটি দ্রুত নিষ্পত্তির জন্য প্লেয়ার্স স্ট্যাটাস কমিটির দ্বারস্থ হয়েছে ৷ আমরা কমিটির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছি ৷ কমিটির সিদ্ধান্তই আমরা মেনে নেব ৷ এদিকে বসে নেই মোহনবাগান সুপার জায়ান্টও ৷ তারা প্লেয়ার স্ট্যাটাস কমিটির সামনে সওয়াল করার জন্য সলিসিটার ফার্ম খৈতান অ্যান্ড কোম্পানিকে নিয়োগ করেছে বলে খবর ৷